Panskura: প্রধানশিক্ষকের বদলি রুখতে স্কুলে ক্ষোভ, কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ক্লাস ও মিড-ডে মিল বয়কট।

Updated By: Apr 9, 2022, 11:22 PM IST
Panskura:  প্রধানশিক্ষকের বদলি রুখতে স্কুলে ক্ষোভ, কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

নিজস্ব প্রতিবেদন: চাকরি জীবন শেষের মুখে। অবসরের আগে কেন বদলি করা হল প্রধানশিক্ষককে? কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা। ক্লাস, এমনকী মিড-ডে মিলও বয়কট করা হল। দিনভর বিক্ষোভ চলল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চাঁপাডালি উচ্চ বিদ্যালয়ে।

দীর্ঘ ১২ বছর। ২০১০ সাল থেকে চাঁপাডালি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষকের দায়িত্ব পালন করছেন নরেশ রানা। সন্তান স্নেহে ছাত্রছাত্রীদের আগলে রেখেছিলেন তিনি। পড়াশোনাই হোক কিংবা বিভিন্ন শিক্ষামূলক কার্যকলাপ, স্কুলের পরিবেশ মন কেড়েছিল পড়ুয়াদেরও। নিঃস্বার্থ ভালোবাসায় প্রধানশিক্ষক হয়ে উঠেছিলেন তাদের আপনজন। 

আরও পড়ুন: Nadia Skeleton: মায়ের মৃত্যুতে নির্বিকার মেয়ে! বাড়িতে মিলল কঙ্কাল

পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দশক গ্রামে বাড়ি নরেশ রানার। অবসর নেওয়ার সময় এগিয়ে আসছে। চাকরি জীবনের শেষ কয়েকটা বছর বাড়ির কাছেই কোনও স্কুলে শিক্ষকতা করতে চান তিনি। উৎসশ্রী প্রকল্পে বদলির আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর করেছে স্কুলশিক্ষা দফতর। কিন্তু প্রিয় শিক্ষককে ছাড়তে রাজি নয় পাঁশকুড়ার চাঁপাডালি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। 

আরও পড়ুন: Kakinara Blast: লেডিজ ব্যাগে বোমা! বিস্ফোরণে কেঁপে উঠল কাঁকিনাড়া

এদিন ক্লাস ও মিড-ডে মিল বয়কট করে স্কুলে বিক্ষোভ দেখাল তারা। প্রধানশিক্ষকের সামনে কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রী। দাবি একটাই, বদলি নয়, বরং অবসর দিন পর্যন্ত চাঁপাডালি উচ্চ বিদ্যালয়েই থাকতে হবে নরেশ রানাকে। এখন কী করবেন? নিয়ম অনুযায়ী চলেই যেতে হবে বলে জানিয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.