মাছ ধরতে গিয়ে দামোদরে তলিয়ে গেল এক ছাত্র

মাছ ধরতে গিয়ে দামোদরে তলিয়ে গেল এক ছাত্র। আজ সকালে বাঁকুড়ার সোনামুখী থানার পূর্ব পাথরহাটি গ্রামের দুই বন্ধুর সঙ্গে মাছ ধরতে যায় তুহীন কোলে। দুর্গাপুরের বুদবুদ থানা এলাকার রন্ডিহাতে মাছ ধরতে যায় তারা। কিন্তু মাছ ধরা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আচমকাই জলের তোড়ে ভেসে যায় তিনজন ছাত্র।

Updated By: Jun 19, 2017, 02:36 PM IST
 মাছ ধরতে গিয়ে দামোদরে তলিয়ে গেল এক ছাত্র

ওয়েব ডেস্ক: মাছ ধরতে গিয়ে দামোদরে তলিয়ে গেল এক ছাত্র। আজ সকালে বাঁকুড়ার সোনামুখী থানার পূর্ব পাথরহাটি গ্রামের দুই বন্ধুর সঙ্গে মাছ ধরতে যায় তুহীন কোলে। দুর্গাপুরের বুদবুদ থানা এলাকার রন্ডিহাতে মাছ ধরতে যায় তারা। কিন্তু মাছ ধরা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আচমকাই জলের তোড়ে ভেসে যায় তিনজন ছাত্র।

আরও পড়ুন বীরভূমের নানুরে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী, নাম দেবব্রত ঘোষদার

বাঁচার তাগিদে দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও,  ভেসে যায় তুহিন। নিখোঁজ ছাত্রের খোঁজে দামোদরে তল্লাসি শুরু হয়েছে। যদিও তাঁকে এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনামুখী থানার পূর্ব পাথরহাটি গ্রামে।

আরও পড়ুন  গোর্খাল্যান্ডের দাবিতে আজও পাহাড়ে বিক্ষোভ দেখাচ্ছে মোর্চা

 

.