চেল নদীবাঁধের মেরামতির কাজ শুরু হয়েছে রাতেই, বিপদ আঁচ করে তত্‍পর সেচ দপ্তর

বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি সেরকম না হওয়ায় দ্রুত গতিতে বাঁধ মেরামতির কাজ চলছে।

Updated By: Jul 1, 2021, 06:25 PM IST
চেল নদীবাঁধের মেরামতির কাজ শুরু হয়েছে রাতেই, বিপদ আঁচ করে তত্‍পর সেচ দপ্তর

নিজস্ব প্রতিবেদন: বুধবার বিকেল থেকেই চেল নদীবাঁধের কাজ শুরু করেছে সেচ দপ্তর। রাতেই চলে বাঁধ মেরামতির কাজ। আজ বৃহস্পতিবারও জোর কদমে চলছে কাজ। 

গত কয়েকদিন যাবত্‍ ভারী বৃষ্টিপাতের ফলে জল বেড়েছে চেল নদীতে। এই জলের স্রোতে চেল নদীর গাইড বাঁধ ভেঙে যায়। তীব্র জলস্রোত ভাসিয়ে নিয়ে যায় বাঁধের উপরে থাকা বাঁশ ঝাড়কেও। আর তার পর থেকেই ক্ষতি হতে থাকে মূল বাঁধের।

আরও পড়ুন: তিস্তা ও জলঢাকায় কমল জলস্তর, সকালে জারি করেও পরে তুলে নেওয়া হল হলুদ সংকেত

গতকালই বাঁধ মেরামতির দাবিতে চেল সেতুর কাছে ৩১ নম্বর জাতীয় সড়ক (National High Way) অবরোধ করেছিলেন ক্ষুদিরাম পল্লির মানুষ। নদীর বিপদ আঁচ করে এবং স্থানীয়দের দাবি মেনে গতকাল বিকেল থেকেই বাঁধ মেরামতি কাজ শুরু করে দিয়েছিল সেচ দপ্তর (Irrigation Dept)। 

রাতেই নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাঁধে পাথর এবং লোহার জালি লাগানো হচ্ছে। মূল বাঁধকে রক্ষা করার জন্য তৈরি হবে গাইড বাঁধ। আজ, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি সেরকম না হওয়ায় দ্রুত গতিতে বাঁধ মেরামতির কাজ চলছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: জ্বালানি নিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নদীতে ছিটকে পড়লেন মহিলা, ঘটনাস্থলেই মৃত্যু

.