Siliguri Accident: অ্যাম্বুল্যান্স-লরির মুখোমুখি সংঘর্ষে 'মর্মান্তিক' পরিণতি গর্ভবতীর
অ্যাম্বুল্য়ান্সে করে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল ওই গর্ভবতী মহিলাকে।
নিজস্ব প্রতিবেদন : অ্যাম্বুল্যান্স ও লরির মুখোমুখি সংঘর্ষে (Siliguri Accident) প্রাণ হারালেন এক গর্ভবতী মহিলা। সেইসঙ্গে তাঁর সাথে আরও ২ জনেরও মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাওয়াখালি নৌকাঘাট সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, বুধবার গভীর রাতে অ্যাম্বুল্য়ান্সে করে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল ওই গর্ভবতী মহিলাকে। সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি। সেইসময় নৌকাঘাট এলাকায় একটি লরির সাথে মুখোমুখি ধাক্কা লাগে অ্যাম্বুল্যান্সটির (Siliguri Accident)। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। মৃত্যু হয় অ্যাম্বুল্যান্স চালক, ওই গর্ভবতী মহিলা ও তাঁর শাশুড়ির। গুরুতর আহত ওই গর্ভবতী মহিলার স্বামী কপিল বড়াইলি (২২)। উত্তরবঙ্গ মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
মৃতদের নাম ও পরিচয়-
গর্ভবতী মহিলা- আনিসা রাই (১৮)
শাশুড়ি- লীলা রাই (৫৫)
অ্যাম্বুল্যান্স চালক- অভিষেক বিষকর্ম (২০)
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতরা সকলেই কালিম্পনগের বাসিন্দা ছিলেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি-নিউ জলপাইগুড়ি থানার পুলিস। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে থানায় নিয়ে গিয়েছে পুলিস।
আরও পড়ুন, Cargo Ship Sinks At Kolkata Port: কলকাতায় জাহাজ ডুবি! চোখের নিমেষে ১৫ মিনিটেই ডুবল ভেসেল
East-West Metro: বড় খবর! কবে থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো সফরের আনন্দ পাবেন যাত্রীরা? অবশেষে ঘোষণা