ভ্যাটের ময়লার পাশে পড়ে অসুস্থ বৃদ্ধ, ২৪ ঘণ্টা পর হাসপাতালে নিয়ে গেল পুলিস

সমাজকর্মী শঙ্করাচার্য বলেন" আমাদের সভ্যতার যত উন্নত হচ্ছে, আমাদের চৈতন্য বোধ ততই হারিয়ে যাচ্ছে । এই ঘটনা তারই নিদর্শন

Updated By: Jul 24, 2021, 07:17 PM IST
ভ্যাটের ময়লার পাশে পড়ে অসুস্থ বৃদ্ধ, ২৪ ঘণ্টা পর হাসপাতালে নিয়ে গেল পুলিস

নিজস্ব প্রতিবেদন: এলাকার পরিচিত এক ভ্যাটের পাশে ঘণ্টার পর ঘণ্টা পড়ে রইলেন অসুস্থ বৃদ্ধ। খেয়ালই করল না কেউ। প্রায় ২৪ ঘণ্টা কাটার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল পুলিস। শনিবার বনগাঁর ঘটনা।

আরও পড়ুন-Tokyo Olympics 2020: ইতিহাস লিখে আবেগি ইম্ফলের মেয়ে, কী বললেন Mirabai Chanu?

পুলিস সূত্রে খবর, শহরের ওই ভ্যাটের পাশে রোজই ওই বৃদ্ধকে বিভিন্ন জিনিস কুড়োতে দেখা যেত। কিন্তু শুক্রবার বিকেল থেকে ওই ভ্যাটের পাশেই পড়েছিলেন অসুস্থ ওই বৃদ্ধ। পথচারীরা দেখলেও মুখ ফিরিয়ে চলে যাচ্ছিলেন। শেষপর্যন্ত তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিস।

আরও পড়ুন-Tokyo 2020: Mirabai র সাফল্যে উচ্ছ্বসিত Karnam, পদকের মাহাত্ম্য নিয়ে কী বলছেন তিনি?

এনিয়ে বনগাঁর সমাজকর্মী শঙ্করাচার্য বলেন" আমাদের সভ্যতার যত উন্নয়ন ঘটছে আমাদের মানবতা, চৈতন্য বোধ ততই হারিয়ে যাচ্ছে । এই ঘটনা তারই নিদর্শন।

স্থানীয় টোটো চালক উত্তম রায় বলেন" লোকটিকে আগেও দেখেছি এখানে। নাম ঠিকানা জানি না। নেশাগ্রস্ত হতে পারে। অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ সময়। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.