শুটআউট, বাসন্তীতে খুন যুব তৃণমূল কর্মী
স্থানীয় লোকজন জড়ো হওয়ার আগেই গা ঢাকা দেয় হামলাকারীরা।
নিজস্ব প্রতিবেদন : বাসন্তীতে শুটআউট। খুন যুব তৃণমূল কর্মী রহিম শেখ। গুলিবিদ্ধ আরও তিনজন। শুক্রবার রাতে আমঝড়া গ্রাম গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান গ্রামে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রহিম সেখ। ভারতী মোড়ের কাছে তাঁকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। শুরু হয় গুলি বৃষ্টি।
স্থানীয় লোকজন জড়ো হওয়ার আগেই গা ঢাকা দেয় হামলাকারীরা। রহিম শেখকে রক্তাক্ত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের বিষয়টি উঠে এসেছে। যদিও সেই দাবি খারিজ করেছেন এলাকার তৃণমূল নেতারা। তাঁদের দাবি, পারিবারিক বিবাদের জেরেই খুন রহিম শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন- দিঘার মোহনায় ফের উল্টে গেল মাছবোঝাই ট্রলার, ড্রেজিং নিয়ে উঠছে প্রশ্ন
তৃণমূলের অঞ্চল সভাপতি সাইফিুর রহমান বলেছেন, ''সাতটি গুলি লেগেছিল রহিম শেখের শরীরে। কাশিম শেখও গুলিবিদ্ধ। বাসন্তীতে বারবার তৃণমূল কর্মীদের উপর হামলা হচ্ছে। এখনও আমাদের অনেক কর্মী ঘরছাড়া।''