Serampore: প্রথম লড়াইয়ে 'দিদি' জিতুক, প্রার্থনায় দিদি নম্বর ওয়ান চপওয়ালি...
Rachna Banerjee: 'দিদি নম্বর ওয়ান'-এ যাওয়ার পর থেকে কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি উমা দেবীকে। বেড়েছে দোকানের বেচা-কেনাও। তবে প্রথমবার হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন রচনা। তাই তাঁর জয়ের জন্য প্রার্থনায় বসেছেন উমা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে না না দিদির নানাা লড়াইয়ের গল্প শুনতে পাওয়া যায়। সেরকমই একজন হলেন উমা। নিজের জীবনের কঠিন গল্প শুনিয়েছিলেন 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে। দিদির মঞ্চে শুনিয়েছিলেন তাঁর চপোর দোকানের গল্প। তারপর থেকেই এলাকার সকলে তাঁকে দিদি নম্বর ওয়ান চপের দোকানের দিদি বলেই ডাকে। 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চই এনে দিয়েছে তাঁকে এই খ্যাতি।
আরও পড়ুন: Kolkata East West Metro | Lok Sabha Election 2024: নতুন চালু হওয়া হাওড়া ময়দান মেট্রো রেলে চড়েই প্রচার হাওড়ার বিজেপিপ্রার্থী রথীন চক্রবর্তীর...
'দিদি নম্বর ওয়ান'-এ যাওয়ার পর থেকে কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি উমা দেবীকে। বেড়েছে দোকানের বেচা-কেনাও। নিজের সাফল্যের কিছুটা কৃতিত্ব তিনি দেন রচনা বন্দ্যোপাধ্যায়কেও। দোকানে গেলেই দেখা যাবে রচনা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে উমার ছবি। তাই এবার ভালোবাসার 'দিদি'-র জন্য প্রার্থনায় চপের দোকানের দিদি।
শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তাতেই উমার দিদি নম্বর ওয়ান চপের দোকান। জগন্নাথ দেবের মন্দিরের বাইরে তাঁর চপের দোকানে খেতে এসেছিলেন রচনা নিজেও। শুধু মঞ্চের 'দিদি' নয় খোদ বাংলার 'দিদি' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খেয়ে গিয়েছেন উমার হাতের বানানো চপ। তাই দুই দিদিরই ভালো চান উমা। লোকসভা ভোটের প্রার্থী তালিকায় রচনা ব্যানার্জির নাম দেখতে পেয়ে বেজায় খুশি হয়েছেন উমা।
আরও পড়ুন: Bengal Weather: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের,দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা...
তবে প্রথমবার হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন রচনা। শুধুমাত্র হুগলি নয়, রাজনীতির জগতেই প্রথমাবার পা রাখলেন রচনা। তাই তাঁর জয়ের জন্য প্রার্থনায় বসেছেন উমা। মাহেশের জগন্নাথ মন্দিরেই চলছে প্রার্থনা। উমা ও তাঁর স্বামী বিশ্বজিৎ রায় জানান, 'আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের। সে কারণে এখানে রচনা প্রচারে আসবেন না। সেই নিয়ে মনে একটু দুঃখ থাকলেও, রচনাই জিতবে ভোটে। আমরারা প্রতিদিন জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছি, যাতে রচনা দিদি হুগলির দিদি নাম্বার ওয়ান হতে পারেন।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)