Royal Bengal Tiger: ফাঁদে দিল না ধরা, ৩ দিনের পর জঙ্গলে নিজ ডেরায় ফিরল দক্ষিণরায়!

ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়। কিন্তু রাতভর অপেক্ষার পরেও খাঁচায় ধরা দেয়নি বাঘ। 

Updated By: Dec 11, 2023, 01:04 PM IST
Royal Bengal Tiger: ফাঁদে দিল না ধরা, ৩ দিনের পর জঙ্গলে নিজ ডেরায় ফিরল দক্ষিণরায়!

তথাগত চক্রবর্তী: অবশেষে জঙ্গলে ফিরল বাঘ। মৈপীঠের ভুবনেশ্বরীতে লোকালয়ের কাছে চলে আসা বাঘ ৩ দিনের চেষ্টায় অবশেষে জঙ্গলে ফিরল। বাঘ ধরতে খাঁচা পাতা হয়েছিল রবিবার রাতে। তবে সেই খাঁচায় ধরা দেয়নি বাঘ। শেষ পর্যন্ত সোমবার সকালে বনকর্মীদের চেষ্টায় নদী পেরিয়ে গভীর জঙ্গলে চলে যায় সে।

গত শুক্রবার রাতে ভুবনেশ্বরীর গৌড়ের চক এলাকায় লোকালয়ের কাছে ম্যানগ্রোভ অরণ্যে একটি রয়্যাল বেঙ্গলের উপস্থিতি টের পান এলাকার মানুষ। শনিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা যায় বিভিন্ন জায়গায়। এরপরই বাঘের খোঁজে তল্লাশি শুরু করে বন দফতর। তবে সারা দিনেও বাঘের খোঁজ মেলেনি। রবিবার সকালে ফের বাঘের তাজা পায়ের ছাপ দেখা যায়। আবার শুরু হয় খোঁজ। জাল দিয়ে এলাকা ঘিরে, বাজি-পটকা ফাটিয়ে বাঘটিকে স্বাভাবিকভাবে জঙ্গলে পাঠানোর চেষ্টা হয়। কিন্তু তাতে কাজ হয়নি। বার দুয়েক নদীর দিকে গিয়েও ফের পুরনো জায়গায় ফিরে আসে দক্ষিণরায়।

এরপরই খাঁচা পেতে বাঘ ধরার সিদ্ধান্ত নেয় বন দফতর। রবিবার সন্ধ্যা নাগাদ ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়। কিন্তু রাতভর অপেক্ষার পরেও খাঁচায় ধরা দেয়নি বাঘ। সোমবার সকালে ফের অভিযানে নামেন বন কর্মীরা। সকাল ১০টা নাগাদ প্রায় ৫০ জন বনকর্মী দুটো দলে ভাগ হয়ে শুরু হয় অভিযান। জঙ্গলের মধ্যে যেখানে বাঘটি রয়েছে, সেই এলাকা লক্ষ্য করে দু'দিক থেকে বাজি পটকা ফাটাতে ফাটাতে ক্রমশ সেদিকে এগোতে থাকে দুটি দল। তাতেই জায়গা ছেড়ে নদী পেরিয়ে গভীর জঙ্গলের দিকে পাড়ি দেয় বাঘটি। বন দফতর জানিয়েছে, বাঘটি নিরাপদে আজমলমারি ৩ জঙ্গলে ঢুকে গিয়েছে।

আরও পড়ুন, Tarakeshwar Howrah Local: ট্রেনেই আইবুড়ো ভাত ট্রেনের বন্ধুদের, তারকেশ্বর লোকালে পাত পেড়ে ১৯ পদ খেলেন পাত্র!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.