পুলিসের জালে মরা মুরগি পাচারকাণ্ডের পাণ্ডা কওসর

 ভাগাড়কাণ্ড সামনে আসার পর থেকেই বেপাত্তা ছিল কওসর। ধড়পাকড় শুরু হওয়ার পর থেকেই গা ঢাকা দেয় সে। ইতিমধ্যে পচা মাংসকাণ্ডে  ধৃতদের জেরা করে কওসরের নাম জানতে পারে পুলিস। হাসনাবাদের গোপন ডেরাতেও একাধিকবার চলে তল্লাশি।

Updated By: May 24, 2018, 10:33 AM IST
পুলিসের জালে মরা মুরগি পাচারকাণ্ডের পাণ্ডা কওসর

নিজস্ব প্রতিবেদন:  মরা মুরগি পাচারকাণ্ডের অন্যতম পাণ্ডা কওসর। হাসনাবাদের গোপন ডেরা থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর পুলিস।

 ভাগাড়কাণ্ড সামনে আসার পর থেকেই বেপাত্তা ছিল কওসর। ধড়পাকড় শুরু হওয়ার পর থেকেই গা ঢাকা দেয় সে। ইতিমধ্যে পচা মাংসকাণ্ডে  ধৃতদের জেরা করে কওসরের নাম জানতে পারে পুলিস। হাসনাবাদের গোপন ডেরাতেও একাধিকবার চলে তল্লাশি। তবুও এযাবত্ পার পেয়ে যাচ্ছিল কওসর। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদের গোপন ডেরায় হানা দেয় পুলিস।

আরও পড়ুন: ভাগাড়কাণ্ডের জের, বিধানসভার ক্যান্টিনের মেনু থেকে বাদ মটন-চিকেন

অন্যদিকে, বজবজে ফের উদ্ধার হয়েছে পচা মাংস। আকবর নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭০ কেজি পচা মাংস উদ্ধার করে পুলিস। দীর্ঘদিন ধরেই সে এই কারবার চালাচ্ছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, আকবরের কাছ থেকেই অনেক খুচরো ব্যবসায়ী পচা মাংস কিনে নেত।

.