চাল ব্যবসায়ীর দুই কর্মীর কাছ থেকে ১০ লক্ষ টাকা ছিনতাই দুষ্কৃতীদের

প্রকাশ্য দিবালোকে ছিনতাই। এক চাল ব্যবসায়ীর দুই কর্মীর কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আসানসোলের দক্ষিন থানার বুধার কাছে।

Updated By: Dec 8, 2017, 07:03 PM IST
চাল ব্যবসায়ীর দুই কর্মীর কাছ থেকে ১০ লক্ষ টাকা ছিনতাই দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিবেদন: প্রকাশ্য দিবালোকে ছিনতাই। এক চাল ব্যবসায়ীর দুই কর্মীর কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আসানসোলের দক্ষিন থানার বুধার কাছে।

আরও পড়ুন : আফরাজুলের ভিন ধর্মে বিয়ের কথা মানতে নারাজ স্ত্রী-মেয়ে

জানা গিয়েছে, পানাগড়ের এক চাল ব্যবসায়ীর দুই কর্মী এদিন বিএনআরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা তুলে স্কুটার করে বাজারের দিকে যাচ্ছিল। তখনই বুধার কাছে দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে টাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে। দিনের বেলা ছিনতাই এর ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।

আরও পড়ুন : বৌভাতের পরদিনই বাথরুম থেকে উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ

.