Sarbamangala Temple: সংস্কার তো হচ্ছে, কিন্তু সর্বমঙ্গলা মন্দিরের টেরাকোটা ও পঙ্খের প্রাচীন কারুকাজ কি ফিরবে?

Sarbamangala Temple Bardhaman: বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দির। সেই মন্দির-চত্বরে সংস্কারের কাজে হাত দিয়েছে বর্ধমান পুরসভা। কিন্তু প্রশ্ন হল, মন্দিরের গায়ের টেরাকোটা ও পঙ্খের প্রাচীন কারুকাজ কি আদৌ ফিরিয়ে আনা সম্ভব?

Updated By: Dec 4, 2024, 08:00 PM IST
Sarbamangala Temple: সংস্কার তো হচ্ছে, কিন্তু সর্বমঙ্গলা মন্দিরের টেরাকোটা ও পঙ্খের প্রাচীন কারুকাজ কি ফিরবে?

পার্থ চৌধুরী: বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দির। সেই মন্দির-চত্বরে সংস্কারের কাজে হাত দিয়েছে বর্ধমান পুরসভা। 
কিন্তু এই নিয়ে প্রশ্ন আছে। মন্দিরগাত্রে টেরাকোটা এবং পঙ্খের যে প্রাচীন কারুকাজ ছিল, তা কি আদৌ ফিরিয়ে আনা যাবে? স্থানীয় ইতিহাস গবেষক সর্বজিৎ যশ জানিয়েছেন, কাজটা কঠিন। চুন-সুরকির কাজ এখন কম হয়। তবে বিশেষজ্ঞ এবং দক্ষ শিল্পীর তত্বাবধানে এই কাজ হলে এ কাজ করা একেবারে অসম্ভব নয়।

আরও পড়ুন: Death Clock: হাত-দেখা, জ্যোতিষ এসব এবার ছাড়ুন! 'কবে মৃত্যু' বলে দিচ্ছে সামান্য় একটা ঘড়িই... 

মন্দিরসংস্কার নিয়ে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানিয়েছেন, এই মন্দির বহু প্রাচীন। বিভিন্ন জেলা ও ভিন রাজ্য থেকেও দর্শনার্থীরা এই মন্দির দর্শন করতে আসেন। তবে কালের নিয়মে প্রাচীন এই মন্দিরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে পড়েছে, সংস্কার প্রয়োজন। সেকাজেই হাত দেওয়া হয়েছে। পরেশ সরকার আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মন্দির-চত্বর দখল হয়ে ছিল। কিছুদিন আগে অভিযান করে অবৈধ দোকান ও অন্যান্য নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। তবে এলাকার দোকানদের জন্য মন্দিররে পিছনে ঘরও তৈরি করে দেওয়া হয়েছে। দখল সরিয়ে ফেলায় মন্দির চত্বরের সামনে বিরাট প্রশস্ত পরিসর খুলে গিয়েছে। মন্দিরের সামনের রাস্তাটিও সারানো হয়েছে। ভবিষ্যতে ওখানে পার্ক ও বিশ্রামের জায়গা তৈরি করা হবে।

মন্দির চত্বর পরিষ্কার করার ফলে ঐতিহাসিক কামান চত্বর আবার দৃশ্যমান হয়েছে। ক্যানেলপাড়ের দিকটি পরিস্কার ও দখলমুক্ত করা হয়েছে। গাড়িঘোড়া যাতে সোজা মন্দিরে আসতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। মন্দিরের আশেপাশে বিদ্যুতের পোল সরিয়ে মাটির নিচে লাইন করা হবে। এজন্য ২৮ লক্ষ টাকা এই সপ্তাহেই দফতরকে দেওয়া হবে।

জানা গিয়েছে, মন্দিরের ভিতরের পরিসরও সংস্কার করা হবে। মন্দিরের সামনের দিকের প্রাচীরটি নতুন করে সারানো হবে। সেখানে পুরনো যে ভাস্কর্য ছিল, তা আবার ফুটিয়ে তোলা হবে। বিখ্যাত সিংহদুটিকে ফিরিয়ে আনা হবে। শিল্পী পূর্ণেন্দু দের তত্ত্বাবধানে এই কাজ করা হবে। সংস্কারকাজ করার সময় প্রাচীন শিল্পশৈলী বজায় রাখা হবে। অতিথিশালা ও ভিতরের মন্দিরগুলিও সাজানো হবে। 

আরও পড়ুন: Dengue Death: ডেঙ্গি কি মহামারির আকার ধারণ করল? মৃত্যুর আগের সব রেকর্ড ভেঙে দিল এই পরিসংখ্যান...

এই ভাবে নতুন রূপ পেলে ঐতিহাসিক এই মন্দিরে পর্যটক সমাগম বাড়বে বলেই আশা পুরসভার। একই সঙ্গে বর্ধমানকে পর্যটন-মানচিত্র তুলে আনার কাজও এগিয়ে যাবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.