Weather Update: সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে মহানগরে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে
উত্তরবঙ্গে ভারী অথবা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে। শনি এবং রবিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাতেও।
অয়ন ঘোষাল: সপ্তাহের শেষে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আশানুরূপ বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। আপাতত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। পশ্চিমের চার জেলায় আজ থেকে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দুই থেকে এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে নেমে গিয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৯ ডিগ্রি। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কমে যায়। তাপমাত্রা হয়েছে ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ রয়েছে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার।
দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার মূলত মেঘলা আকাশ দেখা যাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে শনিবার থেকে। শনিবারে উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে জানা গিয়েছে। রবিবার ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
আরও পড়ুন: Anubrata Mandol: ধকলের ছাপ চোখে-মুখে, কলকাতায় আসার পথে কেঁদে ফেললেন কেষ্ট
উত্তরবঙ্গে ভারী অথবা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে। শনি এবং রবিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাতেও।
বঙ্গোপসাগরের নিম্নচাপ অনেকটাই সরে মধ্য প্রদেশের সেন্ট্রাল এলাকায় অবস্থান করছে। আরও একটি নিম্নচাপ রয়েছে আরব সাগরের সৌরাষ্ট্র এবং উত্তর-পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায়। এটি আরও ঘনীভূত হবে এবং পশ্চিম দিকে অগ্রসর হবে আগামী ২৪ ঘন্টায়।
একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নতুন করে নিম্নচাপ তৈরি হবে শনিবার। মূলত উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তিশালী হবে বলে জানা গিয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় এটি পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হবে। মৌসুমী অক্ষরেখা আরবসাগরের সৌরাষ্ট্র উপকূলের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে গুজরাটের আহমেদাবাদ হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে পেন্ড্রা রোড এবং ওড়িশার বালাসোর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।