কালীপুজোতেও বৃষ্টি, আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কায় উদ্যোক্তারা

Updated By: Oct 17, 2017, 07:47 PM IST
কালীপুজোতেও বৃষ্টি, আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কায় উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজোর মতো কালীপুজোও মাটি করে দিতে পারে বৃষ্টি। এরকমই সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ‌যদিও রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে তবুও উৎসবের দিনগুলিতে পিছু না-ও ছাড়তে পারে বৃষ্টি। কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। এর ফলে ফের আনন্দ মাটি করতে পারে বর্ষাসুর।

জানা ‌যাচ্ছে, নিম্নচাপটি বৃহস্পতিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-ভারতীয় শ্রমিকদের রক্ত-ঘামের ফসল তাজমহল: যোগী আদিত্যনাথ

দুর্গাপুজোতেও অধিকাংশ দিনই বৃষ্টিতে ভেসেছিল দক্ষিণবঙ্গ। মণ্ডপে না গিয়েও ঘরেই কাটাতে হয়েছিল অনেককে। এবার কালীপুজো ও দীপাবলিতেও সেই একই সম্ভাবনার কথা শোনাচ্ছে হওয়া অফিস।

আরও পড়ুন-হেরিটেজ তকমা বাঁচাতে ফের চালু টয় ট্রেন, আপাতত সফর শিলিগুড়ি থেকে সুকনা   

.