চাঁদার জুলুমবাজিতে বৃদ্ধ মৃত্যুর ঘটনায় ধৃত ২
Updated By: Oct 17, 2017, 07:57 PM IST
নিজস্ব প্রতিনিধি: পাড়ার ছেলেদের দাবিমতো চাঁদা দিতে অস্বীকার করেছিলেন তিনি। প্রতিবাদে চলে গালিগালাজ, ধাক্কাধাক্কি। হাওড়ার নিশ্চিন্দায় পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিস।
দুলাল সেন নামে ওই ব্যক্তি নিশ্চিন্দার বাসিন্দা। অভিযোগ, পাড়ারই পুজো উপলক্ষে এলাকার কয়েক যুবক তাঁর বাড়িতে চাঁদা চাইতে যান। মোটা অঙ্কের টাকা দাবি করে তারা। কিন্তু দুলালবাবু ওত টাকা চাঁদা দিতে অস্বীকার করে। তা নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা হলে আচমকাই দুই যুবক দুলালবাবুকে ধাক্কা দেয় বলে অভিযোগ। ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি। এর পরই মৃত্যু হয় দুলালবাবুর। এরপরই নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের করে দুলালবাবুর পরিবার। পুলিস ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে তোলাবাজি ও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ পরিবার।