Mahakumbh 2025 Fire: মহাকুম্ভে পুণ্যার্থীদের তাঁবুতে ফের আগুন, প্রবল আতঙ্ক, ছুটল দমকল....
Mahakumbh 2025 Fire: গতকাল মহাকুম্ভে সেক্টর ১৯ এর কাছে একাধিক তাঁবুতে আগুন লেগে যায়। সিলিন্ডার ফেটেই ওই আগুন বলে জানায় পুলিস
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতকালের পর ফের একবার। আগুন লেগে গেল কুম্ভমেলায়। গতকাল আগুন লেগেছিল সেক্টর ১৯ এর কাছে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় দুশো তাঁবু। এবার আগুনের গ্রাসে সেক্টর ১৬-এর একাধিক তাঁবু। এখনওপর্যন্ত বড় ক্ষয়ক্ষতি বা মৃত্য়ুর কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল তাও অজানা।
আরও পড়ুন-প্রেমিকার ভালোবাসার জুসেই প্রেমিকের মৃত্যু! বাংলা পারল না, কেরালায় মৃত্যুদণ্ড...
গতকাল সেক্টর ১৯-এ তাঁবুতে তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যায়। আর আজ সকালে আন ক্ষেত্র ফায়ার স্টেশনে দমকলের কর্মীরা দেখতে পান কিন্নর আখাড়ার কাছ থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে সেই জায়াগায় ছুটে যান দমকলের কর্মীরা। দেখা যায় কিন্নর আখাড়ার পাশে সেক্টর ১৬-তে হরিদিব্য সাধানা পীঠ ক্যাম্পে আগুন লেগেছে। দমকল আসার আগেই স্থানীয় মানুষজন জল ও বালি দিয়ে আগুন নেভাতে শুরু করেন। দমকল গিয়ে বাকী আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তাঁবু থেকেই কোনওভাবে আগুন লেগেছে।
উল্লেখ্য, গতকাল সেক্টর ১৯-এর কাছে এক বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে যায় প্রায় দুশো তাঁবু। দমকল, এনডিআরএফ-সহ স্থানীয় পুণ্যার্থীরা কয়েক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিবিয়ে ফেলে। এদিন বিকেলে সেক্টর ১৯ এর একাধিক তাঁবুতে বিধ্বংসী আগুন লেগে যায়। আগুনের শিখা দেখেই ছুটে আসে দমকল, সাধারণ পুণ্যার্থী ও নিরাপত্তারক্ষীরা। আগুনের সঙ্গে ছিল শক্তিশালী বাতাস। ফলে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক তাঁবুতে। তবে এখনও পর্য়ন্ত কোনও হতাহতের খবর নেই। সংবাদসংস্থার খবর অনুযায়ী সেক্টর ১৯-এ ২টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তার জেরেই আগুন লেগে যায় তাঁবুতে। এমনটাই জানিয়েছেন আখাড়া থানার অফিসার ইনচার্জ ভাস্কর মিশ্র।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)