মহালয়াতেও বৃষ্টি, পরে বাড়বে আরও, জানাল আবহাওয়া দফতর

তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

Updated By: Sep 26, 2019, 09:58 AM IST
মহালয়াতেও বৃষ্টি, পরে বাড়বে আরও, জানাল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিবেদন: বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মহালয়াতে। পরে আরও বাড়বে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

 

আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে তা আরও বাড়বে। তার জেরে কলকাতার তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নীচে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

স্কুল পরিচালন সমিতির সঙ্গে শিক্ষক ও পড়ুয়াদের বচসা, পরিস্থিতি সামাল দিতে ছাত্র-ছাত্রীদের ওপর পুলিসের লাঠি!

আগামী ৪৮ ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার এবং দক্ষিণে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে ভারি বৃষ্টির পূর্বাভাস।

.