NRC বিরোধী আন্দোলনকে ঘিরে রণক্ষেত্র জলঙ্গী; চলল গুলি, নিহত ২

নাগরিকপঞ্জীর বিরোধিতা করে বুধবার মুর্শিদাবাদের জলঙ্গীর সাহেবগঞ্জে বনধ ডাকে এলাকার একটি সংগঠন।  এদিন সকালে জলঙ্গীর সাহেবগঞ্জে রাস্তা অবরোধ করে ওই সংগঠনের সমর্থকরা

Updated By: Jan 29, 2020, 12:35 PM IST
NRC বিরোধী আন্দোলনকে ঘিরে রণক্ষেত্র জলঙ্গী; চলল গুলি, নিহত ২

নিজস্ব প্রতিবেদন: এনআরসি বিরোধী আন্দোলনে রণক্ষেত্র জলঙ্গী। দু’পক্ষের সংঘর্ষে চলল গুলি। মৃত্যু হল ২ জনের।  গুলিতে আহত অন্য একজন।

আরও পড়ুন-অটোকে ধাক্কা মেরে  রাস্তার পাশের কুয়োয় ছিটকে পড়ল বাস, ৯ মহিলা-সহ নিহত ২৫

নাগরিকপঞ্জীর বিরোধিতা করে বুধবার মুর্শিদাবাদের জলঙ্গীর সাহেবগঞ্জে বনধ ডাকে এলাকার একটি সংগঠন।  এদিন সকালে জলঙ্গীর সাহেবগঞ্জে রাস্তা অবরোধ করে ওই সংগঠনের সমর্থকরা। ওই অবরোধকে ঘিরেই শুরু হয়ে যায় অশান্তি। অবরোধ হঠাতে রাস্তায় নেমে পড়ে লোকজন। তাদের দাবি পশ্চিমবঙ্গে এনআরসি হবে না। এই অবরোধের কারণ কী? এই প্রশ্নকে ঘিরেই শুরু হয়ে যায় তর্কাতর্কি, ধস্তাধস্তি।

আরও পড়ুন-সরস্বতী পুজোর সকাল থেকেই মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায়

এদিকে গোলমালের মধ্যেই ভিড়ের মধ্যে থেকে কেউ গুলি চালিয়ে দেয়। গুলি এসে লাগে আনারুল বিশ্বাস নামে এক বয়স্ক ব্যক্তির দেহ। হাসপাতালে নিয়ে গেল তাঁর মৃত্যু হয়। গুলিতে মৃত্যু হয় আরও একজনের। তার নাম এখনও জানা যায়নি। অন্যদিকে, মিজানুর রহমান নামে এক যুবকের উরুতে গুলি লাগে। হাসপাতালে তাঁর গুলি বের করা হয়। জানা যাচ্ছে, মিজানুর একজন টোটো চালক। ঘটনার সময় তিনি তাঁর টোটো নিয়ে দাঁড়িয়েছিলেন। আচমরা গুলি এসে লাগে তাঁর বাঁ পায়ে। পাশাপাশি এই গন্ডগোলের মধ্যে একটি বাইক পুড়িয়ে দেওয়া হয়। একচি মারুতিও ভাঙচুর করা হয়েছে।

.