সম্পত্তি বিবাদে বাবাকে কুপিয়ে খুন করল পুলিস-ছেলে
ধারালো অস্ত্র দিয়ে রবীন্দ্রনাথ সাহাকে এলোপাতাড়ি কোপান ছেলে।
নিজস্ব প্রতিবেদন : সম্পত্তির বিবাদের জেরে বাবাকে কুপিয়ে খুন করল সিভিক পুলিস ছেলে। মৃতের নাম রবীন্দ্রনাথ সাহা। বয়স ৬৪ বছর। অভিযুক্ত ছেলে সুকান্ত সাহাকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জে।
নদিয়ার কালীগঞ্জের আকন্দবেড়িয়া গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন রবীন্দ্রনাথ সাহা। জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে বাবা রবীন্দ্রনাথ সাহার সঙ্গে প্রায়শই বিবাদ বাঁধত ছেলে সুকান্ত সাহার। আজ সকালেও বচসা বাধে দুজনের মধ্যে। বাগবিতণ্ডা চলাকালীনই সুকান্ত সাহা বৃদ্ধ বাবার উপর চড়াও হন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, একই জায়গায় আলাদা থাকেন অভিযুক্ত সুকান্ত সাহা। দুই স্ত্রী। কিন্তু দুজনেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। লাগাতার পরিবারে অশান্তি লেগেই ছিল।
অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে রবীন্দ্রনাথ সাহাকে এলোপাতাড়ি কোপান তিনি। গুরুতর জখম হন রবীন্দ্রনাথ সাহা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। কিন্তু হাসপাতালে আসার পথেই মৃত্যু হয় রবীন্দ্রনাথ সাহার।
আরও পড়ুন, 'কোনও NRC হবে না', সংসদে অমিতের বিল পেশের দিনই কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ মমতার
আরও পড়ুন, ভর্তুকিতে পেঁয়াজ বিক্রি শুরু হতেই বিপত্তি, সুফল বাংলা স্টল থেকে লুঠ হয়ে গেল পেঁয়াজ
বাবার খুনি অভিযুক্ত পুলিস-ছেলেকে বেঁধে রেখে থানায় খবর দেন প্রতিবেশীরাই। খবর পেয়ে আসে কালীগঞ্জ থানার পুলিস। বাড়ি থেকেই গ্রেফতার করে অভিযুক্ত সুকান্ত সাহাকে। মৃতের আত্মীয় প্রশান্ত সাহা জানান, "সম্পত্তি নিয়ে বাবা ছেলের মধ্যে ঝগড়ার জেরেই এই খুন।"