তোলা আদায় করতে, লরিচালকের চোখে টর্চের জোরালো আলো ফেলার অভিযোগ পুলিসের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক : পুলিসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন নয়। তবে এবার ট্যাকটিক্স নতুন! একে ঘিরেই তুলকালাম কাণ্ড এগরার ডোমপুকুরে। পরের পর লরির সংঘর্ষে আহত চার জন। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন পুলিসকর্মীরা।
প্রথমে উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে লরির সংঘর্ষ। নিয়ন্ত্রণ হারানো লরির পিছনে ধাক্কা আরও একটি লরির। এভাবেই পরপর ৩টি লরির সংঘর্ষ। তবে নিছক দুর্ঘটনা নয়। অভিযোগ, এর কারণ পুলিসের তোলাবাজি। তাদেরই নয়া ছকে এই ফ্যাঁসাদ! অভিযোগ, তোলা আদায়ের জন্য লরিচালকের চোখে টর্চের জোরালো আলো ফেলে পুলিস। তাতে হকচকিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। আর তার জেরেই একের পর এক সংঘর্ষ।
ঘটনার জেরে শুধু ট্রাকচালকরাই নন, ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীও। পুলিসকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। শেষপর্যন্ত RAF নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন, বৃষ্টিতে নষ্ট চাষবাস, বাজারে সবজির আকাল, ৫০ টাকার নীচে পাওয়া যাচ্ছে না কোনও কিছুই