বৃষ্টিতে নষ্ট চাষবাস, বাজারে সবজির আকাল, ৫০ টাকার নীচে পাওয়া যাচ্ছে না কোনও কিছুই

Updated By: Jul 27, 2017, 09:47 AM IST
বৃষ্টিতে নষ্ট চাষবাস, বাজারে সবজির আকাল, ৫০ টাকার নীচে পাওয়া যাচ্ছে না কোনও কিছুই

ওয়েব ডেস্ক: বৃষ্টিতে সবজি চাষের ব্যাপক ক্ষতি। এর জেরে বাজারে আগুন। বারাকপুর শিল্পাঞ্চলের বাজারে সবজিতে হাত ছোঁয়াতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারাও জানাচ্ছেন, চাহিদা অনুযায়ী যোগান অনেকটাই কম। অনেক সবজিই মিলছে না। আর যেগুলো পাওয়া যাচ্ছে, তার দামও অনেক চড়া।  প্রতিটি সবজির দাম বেড়েছে প্রায় কুড়ি শতাংশ। ৫০ টাকার নীচে পাওয়া যাচ্ছে না কোনও সবজিই।

এক নজরে দেখে নেওয়া যাক প্রতি কেজি কোন সবজি বিকোচ্ছে কত টাকায়। 

পটল (প্রতি কেজি)-৫০ টাকা
ঝিঙে (প্রতি কেজি)-৫০ টাকা
বেগুন (প্রতি কেজি)-৫০ টাকা
টম্যাটো (প্রতি কেজি)-১০০ টাকা
শশা (প্রতি কেজি)-৫০ টাকা
পেঁপে (প্রতি কেজি)-৪০ টাকা
মুলো (প্রতি কেজি)-৬০ টাকা
উচ্ছে (প্রতি কেজি)-৪০-৫০ টাকা
ফুলকপি (প্রতি পিস)-৬০-৭০টাকা
কাঁচা লঙ্কা (প্রতি কেজি)-৮০-১০০টাকা        
ক্যাপসিকাম (প্রতি কেজি)-৮০ টাকা

ভারী বৃষ্টিতে নষ্ট চাষবাস। ব্যাপক ক্ষতি সবজি চাষে। বৃষ্টির জন্য ঝিঙে, পটল সহ অন্যান্য সবজির ফুল নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে গাছের। কালনার কল্যাণপুর, পূর্ব সাতগাছিয়া  সহ বহু জায়গায় মাথায় হাত কয়েকহাজার কৃষকের। গত বছর ভাল ফলন পেয়েও দাম পাননি কৃষকরা। এবছর ভারী বৃষ্টিতেও ক্ষতির মুখে তারা। এর প্রভাব পড়ছে বাজারেও। সবজি নষ্ট হচ্ছে খেতে। ফলে বাজারে সবজির আকাল।

 

.