হাওড়ার ডুমুরজলায় মদ্যপের হাতে আক্রান্ত পুলিস
হাওড়ার ডুমুরজলায় মদ্যপের হাতে আক্রান্ত পুলিস। ইস্ট-ওয়েস্ট বাইপাসে টহল দিচ্ছিলেন চ্যাটার্জিহাট থানার পুলিসকর্মী। রাস্তায় মাতলামি করতে দেখে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। অভিযোগ, মদ্যপ ব্যক্তি আচমকা পুলিসের ওপর হামলা চালায়। এক কনস্টেবলের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। মহিলা পুলিসকর্মীকেও মারধরের অভিযোগ। মাতালকে সামলাতে কালঘাম ছুটে যায় পুলিসের। শেষে দড়ি দিয়ে বেঁধে গাড়িতে তোলা হয় তাকে।
ওয়েব ডেস্ক: হাওড়ার ডুমুরজলায় মদ্যপের হাতে আক্রান্ত পুলিস। ইস্ট-ওয়েস্ট বাইপাসে টহল দিচ্ছিলেন চ্যাটার্জিহাট থানার পুলিসকর্মী। রাস্তায় মাতলামি করতে দেখে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। অভিযোগ, মদ্যপ ব্যক্তি আচমকা পুলিসের ওপর হামলা চালায়। এক কনস্টেবলের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। মহিলা পুলিসকর্মীকেও মারধরের অভিযোগ। মাতালকে সামলাতে কালঘাম ছুটে যায় পুলিসের। শেষে দড়ি দিয়ে বেঁধে গাড়িতে তোলা হয় তাকে।
এদিকে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পালসিট টোল প্লাজায় তৃণমূলের শ্রমিক নেতাদের দাদাগিরি। অভিযোগ, তোলা না পেয়ে মারধর করা হয় টোল প্লাজার ম্যানেজারকে। অভিযুক্ত তৃণমূল নেতাদের পাল্টা দাবি, নিজেদের দাবি দাওয়া জানাতেই গিয়েছিলেন। কাউকে মারধর করা হয়নি। (আরও পড়ুন- মিনাখাঁয় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ)