রাজ্যে এলেন 'আচার্য' মোদী
এদিন উদ্বোধন অনুষ্ঠানের পর মোদী-হাসিনা বৈঠক হওয়ার কথা রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বভারতীর সমাবর্তনে অংশ নিতে রাজ্যে এলেন প্রধানমন্ত্রী তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে পানাগড় বিমান বন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমান বন্দরে পৌঁছন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আরও পড়ুন- তিস্তার জল আর ইলিশের সমীকরণ কোন পথে গড়ায়? তাকিয়ে রাজ্যবাসী
PM Narendra Modi arrives in Kolkata, received by Governor Keshari Nath Tripathi and Union Minister Babul Supriyo. PM will attend the convocation of Visva Bharati University in Shanti Niketan pic.twitter.com/EiOCNdank1
— ANI (@ANI) May 25, 2018
বিশ্বভারতীর সমাবর্তন ঘিরে এদিন শান্তিনিকেতনে রীতিমত চাঁদের হাট বসতে চলেছে। অনুষ্ঠানে অংশ নিতে এবং বাংলাদেশ ভবনের উদ্বোধনে উপস্থিত থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন উদ্বোধন অনুষ্ঠানের পর মোদী-হাসিনা বৈঠক হওয়ার কথা রয়েছে। আরও পড়ুন- বাদ মাংস, মাছেই আপ্যায়ন হাসিনাকে
সূত্রের খবর, রোহিঙ্গা সমস্যা ও অর্থ সাহায্যের বিষয়ে কথা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের। পাশাপাশি, শনিবার হাসিনার সঙ্গে তাঁর বৈঠক স্থির হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বিশ্বভারতী কর্তৃক প্রদত্ত দেশিকোত্তম সম্মান প্রদান নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ব বিদ্যালয় প্রাথমিকভাবে ৭ গুণী জনের নামের তালিকা চূড়ান্ত করলেও, শেষ মুহূর্তে জানা যায় যে এবারের সমাবর্তনে দেশিকোত্তম সম্মান প্রদান করা হবে না। আরও পড়ুন- "দ্বিজেন-যোগেন রাজনীতির ঊর্ধ্বে", দেশিকোত্তম না দেওয়ায় ক্ষুব্ধ মমতা