বাদ মাংস, মাছেই আপ্যায়ন হাসিনাকে

কী কী পদ থাকছে হাসিনার জন্য?

Updated By: May 24, 2018, 09:17 PM IST
বাদ মাংস, মাছেই আপ্যায়ন হাসিনাকে

নিজস্ব প্রতিবেদন : ভাগাড়কাণ্ডের আতঙ্ক! হাসিনার আপ্যায়নে তাই মেনু থেকে বাদ পড়ল মাংস। তার বদলে মধ্যাহ্নভোজের আয়োজনে স্থান পাচ্ছে পাবদা, চিংড়ি, ভেটকি মাছের হরেক পদ।

শনিবার, ২৬ মে, আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পড়শি দেশের প্রধানমন্ত্রীর আপ্যায়নে যাতে কোনও ত্রুটি না থাকে, সেজন্য তুঙ্গে প্রস্তুতি। চারদিকে চলছে সাজো সাজো রব। কোনও খামতি রাখতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঝুঁকি এড়াতেই হাসিনার জন্য মধ্যাহ্নভোজের মেনুতে রাখা হচ্ছে না মাংসের কোনও পদ।

আরও পড়ুন, পচা, বাসি মাংস? অভিযোগ জানান সরাসরি হোয়াটসঅ্যাপ করে

ভাগাড়কাণ্ডে তোলপাড় রাজ্য। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুধাংশু গুহ জানিয়েছেন, এই পরিস্থিতি বিচার করেই মেনু থেকে মাংসকে বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বদলে শেখ হাসিনার জন্য মেনুতে থাকবে ডাব চিংড়ি, ভেটকি পাতুড়ি, পাবদা। পাশাপাশি, রমজান মাস চলায় ফল ও পানীয়ের ব্যবস্থাও থাকছে। মেনু থেকে বাদ যাচ্ছে না বর্ধমানের মিহিদানা ও সীতাভোগও।

.