আদিবাসী মহিলার সঙ্গে দুর্বব্যবহারের জের, হাসপাতালে ২ জওয়ানকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর
পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাচ্ছে খবর দেওয়া হয় বেলপাহাড়ি থানায়। হাসপাতালে হাজির হয় বিশাল পুলিস বাহিনী
নিজস্ব প্রতিবেদন: হাসপাতালে এক মহিলার সঙ্গে দুর্বব্যবহারের প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীর ২ জওয়ানকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাল গ্রামবাসী। বুধবার রাত দশটা পর্যন্ত ওই দুই জওয়ানকে ঘিরে রাখে স্থানীয় মানুষজন।
আরও পড়ুন-উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে পড়ুয়াদের বিক্ষোভ, অসন্তোষ মেটাতে নয়া নির্দেশিকা HS Council-এর
বুধবার ঝাড়গ্রামের বেলপাহাড়ির(Belpahari) বুড়িঝোড় এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখাতে আসেন কেন্দ্রীয় বাহিনীর ২ জওয়ান। অভিযোগ, সেখানেই চিকিত্সা করাতে আসা এক আদিবাসী মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন ওই দুই জওয়ান।
ওই খবর ছড়িয়ে পড়তেই এলাকার আদিবাসী মানুষজন জড়ো হতে শুরু করেন হাসপাতালে। শুরু হয় তুমুল বিক্ষোভ। প্রাণভয়ে ওই দুই জওয়ান(Central Force) লুকিয়ে পড়েন হাসপাতালের বাথরুমে। এদিকে, হাসপাতালে আরও লোকজন আসতে শুরু করে।
আরও পড়ুন-আচমকা বিমানের মতো বিকট শব্দ, এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড Hingalganj-র গ্রাম
পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাচ্ছে খবর দেওয়া হয় বেলপাহাড়ি থানায়। হাসপাতালে হাজির হয় বিশাল পুলিস বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল ঘিরে রেখেছে স্থানীয় মানুষজন। চলছে বিক্ষোভ।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)