এক বাড়িতেই CPM-TMC-CONG, পঞ্চায়েতের দখল নিতে লড়াইয়ে তিন জা

একই পরিবারের ৩ জন প্রার্থী। পঞ্চায়েত ভোটে তিন জা- এর লড়াই জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন পুরাতন পান্ডাপাড়া  ১৭/১৫৫ নম্বর বুথ। একই পরিবারের তিন দলের তিন প্রার্থী। সম্পর্কে তিন জা। তবে সম্পর্কে কোন ফাটল ধরবে না বলে সকলেই জানান। তৃণমূল কংগ্রেস প্রার্থী পুনম চক্রবর্তী (ছোট জা), সিপিআইএম দলের প্রার্থী পর্ণা নাগ চক্রবর্তী (মেজো জা), কংগ্রেস প্রার্থী কান্তা চক্রবর্তী (বড় জা)। 

Updated By: Jun 16, 2023, 07:09 PM IST
এক বাড়িতেই CPM-TMC-CONG, পঞ্চায়েতের দখল নিতে লড়াইয়ে তিন জা
নিজস্ব ছবি

প্রদ্যুৎ দাস: একই পরিবারের ৩ জন প্রার্থী। পঞ্চায়েত ভোটে তিন জা- এর লড়াই জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন পুরাতন পান্ডাপাড়া  ১৭/১৫৫ নম্বর বুথ। একই পরিবারের তিন দলের তিন প্রার্থী। সম্পর্কে তিন জা। তবে সম্পর্কে কোন ফাটল ধরবে না বলে সকলেই জানান। তৃণমূল কংগ্রেস প্রার্থী পুনম চক্রবর্তী (ছোট জা), সিপিআইএম দলের প্রার্থী পর্ণা নাগ চক্রবর্তী (মেজো জা), কংগ্রেস প্রার্থী কান্তা চক্রবর্তী (বড় জা)। 

আরও পড়ুন, Bengal Weather: বঙ্গে প্রবেশ করেও 'আটকে' মৌসুমী বায়ু, তীব্র তাপদাহে আর কতদিন পুড়বে বাংলা?

তিনজনের সম্পর্ক খুবই ভালো এখনও দৈনন্দিন যোগাযোগ রয়েছে। রাজনৈতিক মতাদর্শে আলদা হলেও ভোটে জেতার ব্যাপারে সকলেই ১০০% শতাংশ আশাবাদী। তিন প্রার্থীই গৃহবধূ। তবে আত্মীয় পরিজনদের বক্তব্য তারা কিছুটা হলেও বিভ্রান্ত। কে খুশি হবে আর কে অখুশি হবে। এখন দেখার কোন জা এগিয়ে থাকে। শেষে গণতন্ত্রের গণদেবতারাই শেষ কথা বলবে। 

এদিকে হুগলি জেলায় গ্রাম পঞ্চায়েতে প্রায় ১৫০০ পঞ্চায়েত সমিতিতে ২৫০০-র বেশি আসনে অতিরিক্ত প্রার্থী মনোনয়ন জমা করল তৃণমূল! বিজেপি বলছে, এই তো নব জোয়ার। তবে তৃণমূলের দাবি, যারা প্রতীক পাবে তারাই দলের প্রার্থী, বাকিরা প্রত্যাহার করবে। হুগলি জেলায় ২০৭ টি গ্রাম পঞ্চায়েতের ৩৮৮০ টি আসন। ১৮ টি পঞ্চায়েত সমিতির ৬১৯ টি আসন। জেলা পরিষদের আসন ৫৩ টি।

তৃণমূলের হয়ে মনোনয়ন দিয়েছেন পঞ্চায়েতে ৫৪৩৯ জন, সমিতিতে ৮৭০ জন এবং জেলা পরিষদে ৫৭ জন। সিপিআইএমের পক্ষে করেছেন পঞ্চায়েতে ৩৬১১ জন, সমিতিতে ৬৮৫ জন এবং জেলা পরিষদে ৫৭ জন। বিজেপি মনোনয়ন করেছে পঞ্চায়েতে  ৩৪১৭ টি,সমিতিতে ৬২৪ টি এবং জেলা পরিষদে ৫৮ টি। 

অন্যদিকে, বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার খেসারত দিতে হচ্ছে বিরোধী দলের অনেক প্রার্থীকে। মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি আসছে বলে অভিযোগ। এবার সিপিআইএম-এর এক  প্রার্থীকে হুমকি দেবার ছবি ভাইরাল হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরূদ্ধে। হুমকির জেরে তিনি এখন ঘর ছাড়া বলে জানা গিয়েছে। তবে তিনি লড়াইয়ে নেমে ময়দান ছাড়তে চান না বলেই জানিয়েছেন।

আরও পড়ুন, Panchayat Election: রাজ্যের প্রথম পঞ্চায়েত নির্বাচনে হাতেখড়ি, ৯০ বছরেও লড়ছেন অপরাজেয় গোপাল!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.