Panchayat Election 2023 : আসানসোলে ২ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল!

ঝাড়গ্রামেও ২ পঞ্চায়েতে মনোনয়ন জমা দিয়েছেন শুধুমাত্র শাসকদলের প্রার্থীরাই। এমনকী, ভোটাভুটির প্রয়োজন পড়ল না পঞ্চায়েত সমিতির ৫ আসনেও। 

Updated By: Jun 16, 2023, 09:50 PM IST
Panchayat Election 2023 : আসানসোলে ২ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল!

বাসুদেব চট্টোপাধ্যায় ও সৌরভ চৌধুরী: মনোনয়ন জমা দেননি বিরোধী দলের প্রার্থীরা। আসানসোলে দুটি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূলই। সঙ্গে ঝাড়গ্রামে আরও ২ পঞ্চায়েত এমনকী, পঞ্চায়েত সমিতির আসনও।

৮ জুলাই একদফাতেই পঞ্চায়েত ভোট রাজ্যে। মনোয়ন পর্বের অশান্ত হয়ে উঠেছিল গোটা রাজ্য। গতকাল, বৃহস্পতিবার শেষদিনেও রক্ত ঝরেছে ভাঙড়ে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন। একজন ISF কর্মী, অপর তৃণমূলের। কেন? হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীরা। এরপরই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতয়েন করে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন: Panchayat Election: রাজ্যের প্রথম পঞ্চায়েত নির্বাচনে হাতেখড়ি, ৯০ বছরেও লড়ছেন অপরাজেয় গোপাল!

জানা গিয়েছে, আসানসোলে বারাবনি ব্লকের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৮। কিন্তু পানুড়িয়া ও  পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েত মনোনয়ন জমা দিতে পারেননি বিরোধী দলের প্রার্থীরা। ফলে মনোনয়নে শেষদিনেই ওই দুটি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান তৃণমূল প্রার্থীরা। শুধু তাই নয়, বারাবনি ব্লকেরই জামবনি পঞ্চায়েত কার্যত শাসকদলের দখলে চলে গিয়েছে। কারণ, ১৫টি গ্রাম সংসদের ৯টিতেই আর কোনও দলের মনোনয়ন জমা পড়েনি।

বাদ গেল না ঝাড়গ্রামও। সাঁকরাইল ব্লকে ১০টি গ্রাম পঞ্চায়েতের দুটিতে মনোনয়ন জমা দিয়েছেন শুধুমাত্র তৃণমূল প্রার্থীরা। এমনকী, ভোটাভুটির প্রয়োজন পড়ল না পঞ্চায়েত সমিতির ৫ আসনেও। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.