বৃহস্পতিবারই হবে বড়মার অন্ত্যেষ্টি, বৈঠক শেষে জানালেন নাতি শান্তনু ঠাকুর

মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের পরিবারের দাবি, আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার বড়মার অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

Updated By: Mar 6, 2019, 04:37 PM IST
বৃহস্পতিবারই হবে বড়মার অন্ত্যেষ্টি, বৈঠক শেষে জানালেন নাতি শান্তনু ঠাকুর

 নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার হবে বড়মার অন্ত্যেষ্টি। ঠাকুরবাড়িতে বৈঠক শেষে জানিয়ে দিলেন নাতি শান্তনু ঠাকুর। বড়মার অন্ত্যেষ্টি নিয়ে ঠাকুরবাড়িতে টানাপোড়েন শুরু হয়। সমস্যা মেটাতে বসে বৈঠক।

 

মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের পরিবারের দাবি, আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার বড়মার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। যদিও মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূল পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, শরীরে পচন ধরেছে। তাই বুধবারই অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হোক।

আরও পড়ুন:  পাসপোর্টের জন্য আর কলকাতায় আসতে হবে না সুন্দরবনবাসীকে

বড়মার নাতি শান্তনু ঠাকুর স্পষ্ট জানিয়ে দেন,  আজ দাহ হবে  না বড়মার দেহ।  তিনি চান,  বহু দূর দূরান্ত থেকে ভক্তরা শ্রদ্ধা জানাতে আসছেন। তাঁদের সুযোগ দেওয়া হোক।   বৈঠক শেষে সেই সিদ্ধান্তই নেওয়া হল।

বিধায়ক সত্যজিত্ খুনে নদিয়া জেলা বিজেপি সভাপতিকে নার্সিংহোমে গিয়ে জেরা CID-র

জানা গিয়েছে, বড়মার  মুখাগ্নি করবেন একমাত্র জীবিত সন্তান মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।  পরবর্তী মতুয়া প্রধান কে হবেন, সে ব্যাপারেও এদিন আভাস দিয়ে রাখলেন শান্তনু ঠাকুর। তিনি জানিয়েছেন, ভোটের মাধ্যমেই নির্বাচিত হবে কে হবে পরবর্তী মতুয়া প্রধান।

স্বামী প্রমথরঞ্জন ঠাকুরের সমাধির কাছেই বীণাপাণি দেবীর অন্ত্যেষ্টি হবে। গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, গান স্যালুটে বিদায় জানানো হবে বড়মাকে।  

 

.