পাসপোর্টের জন্য আর কলকাতায় আসতে হবে না সুন্দরবনবাসীকে

কারও বাড়ি গেঁয়োখালি। কেউ আবার সজনেখালির বাসিন্দা। কাজের তাগিদে বাইরে যেতে হবে। চাই পাসপোর্ট। তারজন্য এতটা পথ উজিয়ে আসতে হবে কলকাতায়। নানা ঝক্কি।

Updated By: Mar 6, 2019, 04:05 PM IST
পাসপোর্টের জন্য আর কলকাতায় আসতে হবে না সুন্দরবনবাসীকে

নিজস্ব প্রতিবেদন:  পাসপোর্টের জন্য আর কলকাতা আসতে হবে না সুন্দরবনবাসীকে। তাদের সুবিধার জন্য এবার  ক্যানিং পোস্ট অফিসে চালু হয়েছে পাসপোর্ট পরিষেবা কেন্দ্র। সপ্তাহে পাচ দিন মিলবে এই পরিষেবা।  খুশি সুন্দরবনবাসী।

 

কারও বাড়ি গেঁয়োখালি। কেউ আবার সজনেখালির বাসিন্দা। কাজের তাগিদে বাইরে যেতে হবে। চাই পাসপোর্ট। তারজন্য এতটা পথ উজিয়ে আসতে হবে কলকাতায়। নানা ঝক্কি। স্থানীয় পাসপোর্ট কেন্দ্রের অপেক্ষায় দিন গুনছিলেন সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। এবার অপেক্ষার দিন শেষ। সুন্দরবনবাসীর জন্য ক্যানিং পোস্ট অফিসে চালু হল পাসপোর্ট পরিষেবা কেন্দ্র।

আরও পড়ুন- প্রকৃত সত্য জানতে চাই, সমালোচনা করলেই বলছে দেশদ্রোহী, পাকিস্তানি: মমতা

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিওনাল পাসপোর্ট অফিসার বলেন, দেশে চারশো তিনটি পোস্ট অফিস থেকে এই পরিষেবা পাওয়া যায়। এরমধ্যে এরাজ্যেই রয়েছে চল্লিশটি পোস্ট অফিস। সমস্ত কাগজপত্র ঠিক থাকলে পুলিস ভেরিফিকেশনের পর এখান থেকেই তিন দিনের মধ্যে হাতে পাওয়া যাবে পাসপোর্ট।

আপাতত রিজিওনাল পোস্ট অফিস থেকে কাগজপত্রের কাজ হবে। তবে আবেদনকারীকে সেখানে যেতে হবে না। দু-একমাসের মধ্যে পাসপোর্ট সংক্রান্ত সমস্ত কাজ এখান থেকেই হবে  বলে জানানো হয়েছে।

.