মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ

Updated By: Aug 11, 2017, 10:43 AM IST
মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ

ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ। খুসে পড়ল ত্রিপল। প্যান্ডেল খুলতে গিয়ে জখম ২ কর্মী। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেদিনীপুর শহরের ঘটনা। বুধবার এই মঞ্চ থেকেই বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার প্যান্ডেল খোলার কাজ চলালাকীন শুরু হয় ঝড়-বৃষ্টি। ভিতরে ছিলেন প্রায় ৩০জন। সেইসনয় ভেঙে পড়ে বাঁশের কাঠামো। পুলিস গিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে।

অন্যদিকে, শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে বন্ধ হয়ে গেল রান্নাঘর। বিপাকে কোচবিহারের আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়ের হোস্টেলের আবাসিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাতই ছাত্রাবাসের রান্নাঘারের দায়িত্বে থাকা আধিকারিককে এই মর্মে নোটিস পাঠান মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমল কুমার সাহা। তার জেরে রাত ৯টা থেকে বিক্ষোভ দেখাতে থাকেন আবাসিকরা। তবে কী কারণে বন্ধের নির্দেশ, তা নিয়েই উঠছে প্রশ্ন।

হারিয়ে যাওয়া ছেলেকে উদ্ধারের জন্য দিল্লি থেকে বারাসতে এসে নাজেহাল দম্পতি

.