নিজস্ব প্রতিবেদন : দার্জিলিং পাহাড়ে জলের অভাব নতুন কিছু নয়। তবে এবার হোলির আনন্দেও বাধ সাধল জলের অপ্রতুলতা। জলের অভাবে এবারের হোলিতে রংহীন পাহাড়। জল নেই, তাই হোলি খেলা হবে না দার্জিলিং।
প্রতিবছর হোলির সময়ই রঙিন হয়ে ওঠে পাহাড়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উত্সবে অংশগ্রহণ করেন। হোলির আগের দিন অর্থাত্ দোলের দিন সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় উত্সব। পোড়ানো হয় 'হোলি দহ'।
এরপর হোলির দিন সকাল থেকেই শুরু হয়ে যায় রং খেলা। পাহাড়িয়ারা মেতে ওঠেন রং খেলায়। কোথাও কোথাও চলে হাঁড়ি ভাঙার পরবও। শুধু কি আবির? রঙের পর শুরু হয় 'গিলা হোলি'। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে জল দিয়ে একের অপরকে স্নান করিয়ে এই 'গিলা' হোলিপর্ব।
আরও পড়ুন, জন্মদিনে বুদ্ধদেবকে শুভেচ্ছা মমতার, পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গেল ফুল-মিষ্টি
কিন্তু এবার জলের অভাবে উত্সবের আনন্দে ভাটা। কেউ কেউ অবশ্য এরমধ্যেই জলের গাড়ি থেকে জল কিনে মজুত করেছেন। যদিও সব জায়গাতে সেই জলের গাড়িও পৌঁছায়নি। সব মিলিয়ে এবার হোলিতে রংহীন পাহাড়।
জলের অভাবে হোলিতে বেরং পাহাড়