কমিউনিস্ট পার্টি আর মমতা এখন এক হয়ে গেছে: মুকুল
দোলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা দেওয়া তো দূরের কথা, বরং কটাক্ষের সুরে মুকুল বলেন, ‘কমিউনিস্ট পার্টি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখন আর কোনও পার্থক্য নেই। উনি এখন বুদ্ধদার শরীরিক অবস্থার খবর নেন, উনি এখন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কর্মীদের সঙ্গে রয়েছেন।’
নিজস্ব প্রতিবেদন: কমিউনিস্ট পার্টি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখন আর কোনও পার্থক্য নেই। দোলর দিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়।
বিজেপিতে যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি সুর চড়াতে দেখা যায়নি মুকুলকে। তৃণমূল নেত্রী সংক্রান্ত সাংবাদিকদের একাধিক প্রশ্ন সাবধানে এড়িয়ে গিয়েছেন দুঁদে রাজনীতিকের কায়দায়। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সরাসরি একটি শব্দও ব্যয় করেননি তিনি। তবে এবার সেই সৌজন্যের প্রলেপ ঝেড়ে ফেললেন মুকুল রায়। আর সেজন্য বাছলেন দোলের দিনটিকেই।
আরও পড়ুন: রং খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
দোলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা দেওয়া তো দূরের কথা, বরং কটাক্ষের সুরে মুকুল বলেন, ‘কমিউনিস্ট পার্টি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখন আর কোনও পার্থক্য নেই। উনি এখন বুদ্ধদার শরীরিক অবস্থার খবর নেন, উনি এখন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কর্মীদের সঙ্গে রয়েছেন।’
এখানেই থেমে থাকেননি মুকুল রায়। তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসেছেন। আর এখন তারা সব একাকার হয়ে গিয়েছেন। এখন আর সিপিএমের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও তফাত্ নেই।’
আরও পড়ুন: গাছের ডালে একই দড়িতে ফাঁস লাগিয়ে ঝুলছে যুগল, কারণ ঘিরে রহস্য
প্রসঙ্গত, কিছুদিন আগে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়ি গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দোলের দিনও তাঁকে টুইট করে জন্মদিনের শুভেচ্ছাও জানান মমতা। সেই প্রসঙ্গ টেনেই এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন মুকুল রায়।
রাজনৈতিক মহলের মতে, সারা বছর যতই সংঘাত চলুক না কেন, দোলের দিন সব ভুলে শুভেচ্ছা জানানোর সৌজন্যটুকু মানেন সবাই। তার উপরে অসুস্থ বুদ্ধবাবুকে দেখতে গিয়ে ও জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সৌজন্যের পরিচয়ই দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। কিন্তু, সেই বিষয়ে কটাক্ষ করে আদৌ কি ঠিক করলেন মুকুল রায়, উঠছে প্রশ্ন।