বন্ধ বাগডোগরা বিমানবন্দর, চাহিদা মেটাতে বিশেষ ট্রেন NFR-র

নিজস্ব প্রতিবেদন: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) এপ্রিল মাসের শুরুতে যাত্রীদের সুবিধার জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিভিন্ন রুটে আটটি ট্রেন চালু করেছে। বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা স্থগিত হওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

রানওয়ে মেরামতের কাজের কারণে বাগডোগরা বিমানবন্দর এপ্রিল মাসের ১১ থেকে ২৫ তারিখ পর্যন্ত বিমান পরিষেবা স্থগিত করেছে। বিমানবন্দরে মোট ২৮টি ফ্লাইট পরিচালিত হয়। ফলে ট্রেনের টিকিটের জন্য পর্যটক ও যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে।

 

এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্মকর্তারা বলেন যে টিকিটের চাহিদা মেটাতে তারা সপ্তাহে আটটি অতিরিক্ত বিশেষ ট্রেন চালাচ্ছেন।

আরও পড়ুন: Siliguri: চড়কের মেলায় বিপত্তি! বাঁশের কাঠামো ভেঙে আহত ৩; গুরুতর ১

ট্রেনগুলি হল শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, শিয়ালদহ-কামাখ্যা, হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং রাঙ্গাপাড়া উত্তর-পুরী ভায়া NJP। রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

English Title: 
NFR has planned to run special trains to help travellers when bagdogra airport is closed
News Source: 
Home Title: 

বন্ধ বাগডোগরা বিমানবন্দর, চাহিদা মেটাতে বিশেষ ট্রেন NFR-র

বন্ধ বাগডোগরা বিমানবন্দর, চাহিদা মেটাতে বিশেষ ট্রেন NFR-র
Yes
Is Blog?: 
No
Section: