রাজ্যে এই পদে বিপুল নিয়োগ, ঘোষণা নবান্নের
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার
নিজস্ব প্রতিবেদন: পতঙ্গবাহিত রোগ এখন শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের সমস্যা। তাই অন্যান্য পুরসভাতেও এবার পতঙ্গবিদ নিয়োগ করবে রাজ্য সরকার। গবেষণার বৃত্ত থেকে বেরিয়ে এসে এবার হাতে কলমে কাজ করবেন পতঙ্গবিদরা।
সদ্যই পতঙ্গবিদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। স্থির হয়েছে কলকাতা পুরসভায় যে পতঙ্গবিদ রয়েছেন তাঁর নেতৃত্বেই টিম তৈরি হবে।
আরও পড়ুন: গরুর সঙ্গে প্রকাশ্যে ঘৃণ্য কাজ, ভাইরাল ভিডিও
সূত্রের খবর, পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে একমাত্র কলকাতা পুরসভায় ৪ জন পতঙ্গবিদ রয়েছেন। অন্য কোনও পুরসভা কিংবা জেলা স্বাস্থ্য দফতরে এক জনও পতঙ্গবিদ নেই। অথচ গত বছরই রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় ম্যালেরিয়া, ডেঙ্গির পাশাপাশি মশাবাহিত এনসেফ্যালাইটিসের প্রাদুর্ভাব ঘটেছিল, তাতে বেশ চিন্তায় পড়েছিল প্রশাসন। তখনই ধরা পড়েছিল মশাবাহিত রোগ নিরোধে যথাযত পরিকাঠামো নেই প্রশাসনেই। নেই পর্যাপ্ত পতঙ্গবিদও।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়ে অন্ধকারে শিক্ষক স্বামী যা করলেন...
মূলত, কোন এলাকায় কী ধরনের মশার প্রাদুর্ভাব ঘটল, কোন ধরনের মশা কোথায় বংশবিস্তার করল, তা খতিয়ে দেখা এবং সমীক্ষার কাজ করেন পতঙ্গবিদেরা। পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে পতঙ্গবিদেরাই মূল কাজটি করে থাকেন। এমতাবস্থায় অবিলম্বে রাজ্যে পতঙ্গবিদ নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বিভিন্ন জেলা এবং পুর এলাকায় তাদের নিয়োগ করা হবে।