Donald Trump: ট্রাম্পের 'ইন্ডিয়ান টিম' হল আরও আগুনে, বিরাট দায়িত্ব পেলেন এই ৩ ভারতীয়...

Donald Trump: কাশ্যপ প্রমোদ প্যাটেল, জয় ভট্টাচার্যের পর এবার ট্রাম্পের টিমে যুক্ত হলেন এই তিন ভারতীয় বংশোদ্ভূত। 

Updated By: Jan 26, 2025, 04:36 PM IST
Donald Trump: ট্রাম্পের 'ইন্ডিয়ান টিম' হল আরও আগুনে, বিরাট দায়িত্ব পেলেন এই ৩ ভারতীয়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২.০ ক্যাবিনেটে আরও তিন ভারতীয় বংশোদ্ভূত জুড়ল। এবার প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন আমেরিকার প্রাক্তন সাংবাদিক। পাশাপাশি সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার National Security Council (NSC)-র সিনিয়ার ডিরেক্টর পদ এবং রাষ্ট্রপতির পার্সোনাল অফিসে দায়িত্বভার পেলেন তিন ভারতীয়। 

আরও পড়ুন: বাংলাদেশকে সব আর্থিক সাহায্য বন্ধ করে দিলেন ট্রাম্প, ঘোর বিপাকে ইউনূস সরকার

কাশ্যপ প্রমোদ প্যাটেল, জয় ভট্টাচার্যের পর এবার ট্রাম্পের টিমে যুক্ত হলেন এই তিন ভারতীয় বংশোদ্ভূত। এনারা হলেন কুশ দেশাই, রিকি গিল, সৌরভ শর্মা। রিকি গিল বৈদেশিক কূটনৈতিক সম্পর্ক সামলানোর কাজে পারদর্শী। এবার তিনি ফিরলেন National Security Council (NSC)-র সিনিয়ার ডিরেক্টর হিসেবে। ট্রাম্পের প্রথম ইনিংসে রিকি ছিলেন ডিরেক্টর ফর রাশিয়া এন্ড ইউরোপিয়ান এনার্জি সিকিউরিটি-তে।

গত শুক্রবার ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কুশ দেশাইকে। সেটা তিনি নিজেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। কুশ এর আগে রিপাবলিকান ন্যাশনাল কোনভেনশনের ডেপুটি কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। রাজনৈতিক জনসংযোগের ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা রয়েছে কুশের। আমেরিকার বাসিন্দা হলেও ভারতের সঙ্গে যোগ রয়েছে কুশের। 

আরও পড়ুন: বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণ করে খুন! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ..

সৌরভ শর্মা বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন। বায়োকেমিস্ট্রি নিয়ে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এবার তিনিও রয়েছেন ট্রাম্পের ২.০-র টিমে। উল্লেখ্য, দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে আসার পর ট্রাম্প ২.০ ক্যাবিনেটে দেখা যাচ্ছে একের পর এক ভারতীয় বংশোদ্ভূতের ভিড়।      

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.