Midnapur: চুলে রং করার কেমিক্যাল খেয়ে মৃত্যু পঞ্চায়েত প্রধানের! চাঞ্চল্য ছড়াল ভগবানপুরে

Midnapur: এটি আত্মহত্যা নাকি খুন, এনিয়ে রহস্য রয়েছে বলেই মনে করছেন স্থানীয় মানুষজন

Updated By: Jan 27, 2025, 02:07 PM IST
Midnapur: চুলে রং করার কেমিক্যাল খেয়ে মৃত্যু পঞ্চায়েত প্রধানের! চাঞ্চল্য ছড়াল ভগবানপুরে

কিরণ মান্না: পঞ্চায়েত প্রধানের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ভগবানপর গ্রাম পঞ্চায়েতে। ওই পঞ্চায়েতের ইলাশপুর গ্রাম বাড়ি বিজেপির পঞ্চায়েত প্রধান নবনীতা কুইলির। তাঁর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

আরও পড়ুন-দেশের এই রাজ্যে আজ চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, বদলাবে বিয়ে-বিবাহবিচ্ছেদের নিয়ম, আওতায় লিভ-ইনও

স্থানীয় সূত্রে জানা গেছে চুলে রং করা কেমিক্যাল খাওয়ার ফলে মৃত্যু হয়েছে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান নবনীতা কুইলি বর্মনের। নবনীতা কুইলি বর্মনের বাড়ি ভগবানপুর থানার ইলাশপুর গ্রামে। শনিবার রাতে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবনীতা কুইলি বর্মনের বাড়ির লোক জানতে পারেন নবনীতা চুলে রং করা কেমিক্যাল খেয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করেন। রবিবার রাতে জানা যায় তমলুক হাসপাতালে নবনীতা কুইলি বর্মনের মৃত্যু হয়েছে।
 
তবে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আত্মহত্যা নাকি খুন, এর পেছনে অন্য কিছু কারণ রয়েছে কিনা তদন্তে ভগবানপুর থানার পুলিস। তবে ভগবানপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় যেমন শোকের ছায়া তেমনি যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শাসক দল তৃণমূলের এলাকার নেতৃত্বরা প্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.