'বাবাকে বলো' রুখতে কী ব্যবস্থা? পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ দিব্যেন্দুর

কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশির-পুত্র।

Updated By: Jul 11, 2021, 05:34 PM IST
'বাবাকে বলো' রুখতে কী ব্যবস্থা? পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ দিব্যেন্দুর

নিজস্ব প্রতিবেদন: অভিযোগ জানানোর পর ৪৮ ঘণ্টার পার। কী ব্যবস্থা নেওয়া হল? পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। সাংসদের দাবি, প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে কাঁথি থানার পুলিস। আধ ঘণ্টা থানায় বসে থাকতে হয় তাঁকে। শেষপর্যন্ত অভিযোগ নিলেও জিডি-র নম্বর দেওয়া হয়নি। 

থানায় কী অভিযোগ জানাতে গিয়েছিলেন? আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি এখনও। তবে কাঁথিতে অমি শাহের সভায় গিয়েছিলেন সাংসদ শিশির অধিকারী। সাংসদ পদ খারিজের দাবিতে যখন লোকসভার স্পিকারের কাছে দরবার করেছে তৃণমূল, তখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে 'বাবাকে বলো'। তাতে রয়েছে কাঁথির  প্রবীণ সাংসদের ছবি ও মোবাইল নম্বর। পুলিসের দ্বারস্থ হয়েছেন শিশির-পুত্র, তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। 

আরও পড়ুন: বাংলার কুর্সি দখলে ক্ষমতা কাদের বেশি? জানাল নির্বাচন কমিশন

অধিকারী বাড়ি সূত্রে খবর, প্রতিদিনই ফোনের ওপার থেকে বর্ষীয়ান সাংসদকে কটূক্তি করা হচ্ছে। উত্যক্ত করার চেষ্টা চলছে। তার জেরে মানসিক নির্যাতনের শিকার শিশির অধিকারী। স্রেফ থানায় অভিযোগ দায়ের করাই নয়, দোষীদের শাস্তির দাবিতে পুলিসমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঘটনাটি জানানোর কথা বলেছেন সাংসদ-পুত্র দিব্যেন্দু অধিকারী।  এদিকে মঙ্গলবার বিধানসভায় বাজেট অধিবেশন 'বাবা বলো'র প্রসঙ্গ তোলেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। বলেন, দলত্যাগ বিরোধী আইনে বাবাকে বলো শুরু করুন বিরোধী দলনেতা।' এরপর হইহট্টগোল করেন বিজেপি বিধায়করা। 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.