Rail Worker Missing: ট্রেনের ঝাঁকুনিতে সেতু থেকে কংসাবতীতে পড়ে যান রেলকর্মী, একদিন পর উদ্ধার দেহ
ওই ঘটনার পর থেকেই তল্লাশিতে নামে এনডিআরএফের টিম। ডুবুরি নামিয়ে জোরদার তাল্লাশি চালানো হয়
চম্পক দত্ত: প্রায় ২৩ ঘণ্টার পর কংসাবতী নদী থেকে উদ্ধার হল নিখোঁজ রেলকর্মীর মৃতদেহ। গতকাল রেলব্রিজের উপরে কাজ করার সময় তিনি সেখান থেকে নীচে পড়ে যান।
বৃহস্পতিবার কংসাবতী নদীর উপরে রেলব্রিজে কাজ করছিলেন রেলের ট্র্যাকম্যান তাপস দাস(৪৫)। ওই কাজ চলাকালীন সকাল ৯.৫৫ নাগাদ এসে পড়ে আরণ্যক এক্সপ্রেস। ট্রেন এসে যাওয়ায় লাইন থেকে সরে দাঁড়ান তাপসবাবু। কিন্তু ট্রেনের ঝাঁকুনিতে সংকীর্ণ জাগায় ভারসাম্য রাখতে না পেরে কংসাবতী নদীতে পড়ে তলিয়ে যান তিনি।
ওই ঘটনার পর থেকেই তল্লাশিতে নামে এনডিআরএফের টিম। ডুবুরি নামিয়ে জোরদার তাল্লাশি চালানো হয়। গতকাল সারা দিনের পর রাতেও চলে তল্লাশি। শুক্রবার সকাল ছটা নাগাদ তাপসবাবুর মৃতদেহ উদ্ধার হয়। মৃত রেল কর্মী দেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে গ্রামীন থানার পুলিস।
আরও পড়ুন-ভিডিও ভাইরাল: লন্ডনের রাস্তায় মধ্যরাতে সৌরভের তুমুল নাচ! মন ছুঁয়ে নিলেন 'মহারাজ'