Bardhaman Hooch Tragedy: বর্ধমান শহরে বিষমদ খেয়ে মৃত ৪, সব মদের দোকান বন্ধের নির্দেশ

সূত্রের খবর ওইসব অসুস্থরা সবাই একসঙ্গে বসে মদ খায়নি। ফলে কীভাবে এমন ঘটনা ঘটল খোঁজ খবর নিয়ে দেখছে পুলিস

Updated By: Jul 8, 2022, 01:32 PM IST
Bardhaman Hooch Tragedy: বর্ধমান শহরে বিষমদ খেয়ে মৃত ৪, সব মদের দোকান বন্ধের নির্দেশ

অরূপ লাহা: বিষমদ খেয়ে বর্ধমানে প্রাণ হারালেন ৪ জন। আরও একজনরে অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার বিষমদ খেয়ে বর্ধমানের বাহির সর্বমঙ্গলাপাড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৫ জন। আশঙ্কাজনক অবস্থায়  বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখ সুরাবর্দিকে(৩৪) মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। অন্যদিকে, চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় সেখ আমিন নামে এক ব্যক্তির। সকালে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। 

অন্যদিকে  বিষমদ খেয়ে বাবুরবাগ এলাকার আরও তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্থানীয় মানুষজন। সূত্রের খবর ওইসব অসুস্থরা সবাই একসঙ্গে বসে মদ খায়নি। ফলে কীভাবে এমন ঘটনা ঘটল খোঁজ খবর নিয়ে দেখছে পুলিস। অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সিংহরায়-সহ পুলিসের একাধিক আধিকারিক সর্বমঙ্গলা পাড়ায় গিয়ে তদন্ত শুরু করেছেন। কোথা থেকে কী মদ তারা কিনেছিলেন তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

বিষমদ কান্ডের জের, বর্ধমান শহরের সব মদের দোকান বন্ধের নির্দেশ জেলা আবগারি দপ্তরের। তড়িঘড়ি সমস্ত অফ ও অন শপ বন্ধ করল দোকানের মালিকরা। শহরে বিষমদ কান্ডের জেরে যাতে আইনশৃঙ্খলা জনিত কোন সমস্যা না হয় সে কারনেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। যদিও আবগারি দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আরও পড়ুন-Shinzo Abe Shot: আততায়ীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.