স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন, মাঝ পথে ছোঁ মেরে নিয়ে গেল মৃত্যু
ঘটনায় মৃত্যু হয় ম্যাজিক ভ্যানের এক যাত্রীর। মৃত যাত্রী বছর আটাশের গৃহবধূ সুদীপা মণ্ডল। ফলতা থানা এলাকার মালামহিরামপুরের বাসিন্দা ছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: যাত্রীবাহী ভ্যান ও মাইক্রো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক যাত্রীর ও আশঙ্কাজনক দুই গাড়ি চালক। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার বঙ্গনগরের। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন আমতলার দিক থেকে যাত্রীবাহী ভ্যান ৬-৭ জন যাত্রী নিয়ে সহরারহাটের উদ্দেশ্যে রওনা হয়। ফলতা থানার বঙ্গনগরের কাছে উলটো দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা মাইক্রো ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিক গাড়িতে ধাক্কা মারে।
ঘটনায় মৃত্যু হয় ম্যাজিক ভ্যানের এক যাত্রীর। মৃত যাত্রী বছর আটাশের গৃহবধূ সুদীপা মণ্ডল। ফলতা থানা এলাকার মালামহিরামপুরের বাসিন্দা ছিলেন তিনি।
ভারতের বড়সড় কূটনৈতির সাফল্য, মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা রাষ্ট্রসঙ্ঘের
স্বামীর সাথে আমতলা থেকে বাড়ি ফিরছিলেন গৃহবধূ সুদীপা মণ্ডল। অন্যদিকে মাইক্রো ট্রাকের চালক প্রশান্ত চট্টোপাধ্যায় ও ম্যাজিক গাড়ির চালক সুশান্ত মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মাইক্রো ট্রাকটির চালক মত্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে।