Malda: সামর্থ্য না সচেতনতা? মানসিক রোগী ছেলেকে ২০ বছর ধরে শেকলে বেঁধে রাখল বাবা...
Malfa: তাঁর বাবা বুলমাজন, সংবাদমাধ্যমে জানান, ছেলের যখন প্রায় ১৮ বছর বয়স, সেই সময় তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাকে বহরমপুর মানসিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসাও করান। কিন্তু কাজ হয়নি তাতে। আর্থিক সামর্থ্য না থাকায় ছেলেকে অন্য কোথাও নিয়ে যাওয়াও সম্ভব হয়নি।
রণজয় সিংহ: ছেলে মানসিক ভারসাম্যহীন, অসহায় বৃদ্ধ বাবার সামর্থ্য নেই চিকিৎসা করার, তাই ২০ বছর ধরে শেকল বন্দী করে রাখছেন বেঁধে রাখছেন নিজের ছেলেকে। ছেলেকে বাঁধতে গিয়ে চোখের জল পড়লেও কিছু করার নেই অসহায় বাবার। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি ছেলের। বহু জায়গায় ঘুরেও এগিয়ে আসেননি কেউ। বাবা আশায় থাকেন প্রশাসন বা জন-প্রতিনিধিদের দৃষ্টি পড়লে হয়তো তার ছেলেকে কোনও একদিন বন্দি দশা থেকে মুক্তি দিতে পারবেন। এই অমানবিক বেদনাদায়ক দৃশ্য এই বাংলারই।
আরও পড়ুন, Mamata Banerjee: 'ইচ্ছে করে DVC জল ছেড়ে বাংলায় ম্যানমেড বন্যা করে দিল!'
মালদা জেলার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর তিয়রপাড়া এলাকার বাসিন্দা শফিকুল আলম (৪০)। তাঁর বাবা বুলমাজন, সংবাদমাধ্যমে জানান, ছেলের যখন প্রায় ১৮ বছর বয়স, সেই সময় তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাকে বহরমপুর মানসিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসাও করান। কিন্তু কাজ হয়নি তাতে। আর্থিক সামর্থ্য না থাকায় ছেলেকে অন্য কোথাও নিয়ে যাওয়াও সম্ভব হয়নি। বুলমাজন বাবুর একটি ছোট্ট পানের দোকান রয়েছে বাড়ির সাথে। সরকারি খাস জায়গায় বাড়ি। চাষের কোনও জমিও নেই। তাই কোনরকমে পেট চালিয়ে ছেলের চিকিৎসা করানো আর সম্ভব হয়নি অসহায় বাবার। বিভিন্ন জায়গায় জানানোর পরেও চিকিৎসার কোনও সাহায্য তো দূরে থাক দেখা পাওয়া যায়নি কোনও প্রশাসনিক আধিকারিক বা জন-প্রতিনিধির। তিনি আরও জানান, ছেলে বারবার বাড়ি থেকে পালিয়ে যেত। তাই বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে রাখতে হয় ছেলেকে। ভেবে ছিলেন প্রশাসনিক কোন সাহায্য পাবেন কিন্তু সেটাও পাননি। স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও তা কোন কাজে আসেনি।
এই ঘটনা জানতে পেরে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং ব্লক প্রশাসন পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মন্ত্রী তাজমুল জানান, 'স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে এই চিকিৎসা হয় না। এর আগে বহরমপুরে চিকিৎসার ব্যবস্থা করেছি। পরবর্তীতেও আমরা দেখছি।' কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্বের পাল্টা প্রশ্ন, 'তবে এই স্বাস্থ্যসাথী কার্ড রেখে লাভ কি। এর আগে থেকেই বলে দিক এই কার্ডে কারা চিকিৎসা পাবে আর কারা পাবে না। আসলে রাজ্য-জুড়ে অসহায় কোন মানুষ সরকারের সাহায্য পায় না। কেন্দ্রের আয়ুষ্মান যোজনা প্রকল্প এরা চালু হতে দিচ্ছে না।'
আরও পড়ুন, WB Weather Update: বাড়বে গরম, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কতটা জানাল আবহাওয়া দফতর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)