'ভুল বোঝাতে পারে বিরোধীরা', জঙ্গলমহলকে সতর্কবার্তা মমতার

উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে সেজন্য পঞ্চায়েতগুলিতে তৃণমূল প্রার্থীদের জয় সুনিশ্চিত করতেও আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

Updated By: Feb 15, 2018, 09:17 PM IST
'ভুল বোঝাতে পারে বিরোধীরা', জঙ্গলমহলকে সতর্কবার্তা মমতার
ছবি- ফেসবুক

নিজস্ব প্রতিবেদন: ক্ষমতায় আসার পর থেকেই জঙ্গলমহলে শান্তি ফেরানোই ছিল তাঁর সরকারের মূল লক্ষ্য। সেই শান্তির ধারা অব্যাহত রাখতে পঞ্চায়েত ভোটেও জঙ্গলমহলের সমর্থন চাইলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- রাজ্যের বয়স্কদের পাশে সরকার, সম্পত্তি করে ১০ শতাংশ ছাড়

গোড়া থেকেই নজরে ছিল জঙ্গলমহলে শান্তি ফেরানো। সেই লক্ষ্যে সফল তৃণমূল সরকার। দিন দুয়েক আগে নবান্নে জঙ্গলমহল নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভোটের আগে বিরোধীরা নানারকম প্ররোচনা দিতে পারে। তাই সতর্ক থাকতে হবে জঙ্গলমহলের মানুষকে। বৃহস্পতিবারও বেলপাহাড়ির সভায় মুখ্যমন্ত্রীর আশঙ্কা, পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হতে পারে। একই সঙ্গে উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে সেজন্য পঞ্চায়েতগুলিতে তৃণমূল প্রার্থীদের জয় সুনিশ্চিত করতেও আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গের স্কুলে দেখানো হবে না মোদীর '‍পরীক্ষা পর চর্চা', জানালেন পার্থ

.