দুর্গাপুজোর মণ্ডপে ভিআইপি গেট তুলে দিতে পরামর্শ মমতার, বললেন মানুষের ভোগান্তি বাড়ে

মন্ত্রী ও সরকারি আধিকারিকদের মুখ্যমন্ত্রীর অনুরোধ, চতুর্থীর পর লালবাতি নিয়ে কেউ রাস্তায় বেরোবে না। যদি ঠাকুর দেখতে যেতেই হয় দুপুরবেলা যান। 

Updated By: Aug 30, 2019, 09:14 PM IST
দুর্গাপুজোর মণ্ডপে ভিআইপি গেট তুলে দিতে পরামর্শ মমতার, বললেন মানুষের ভোগান্তি বাড়ে

নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজো মণ্ডপে ভিআইপি গেট তুলে দিতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলি সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। তাঁর দাবি, পুজোয় ভিআইপি গেটের জন্য ভোগান্তি পোহাতে হয় সাধারণ দর্শনার্থীদের। 

 

এদিন মমতা বলেন, 'একটা কথা বলব। কেউ কিছু মনে করবেন না। ভিআইপি গেট তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। লোকে অনেক কষ্ট করে লাইন দিয়ে ঠাকুর দেখে।'

মন্ত্রী ও সরকারি আধিকারিকদের মুখ্যমন্ত্রীর অনুরোধ, চতুর্থীর পর লালবাতি নিয়ে কেউ রাস্তায় বেরোবে না। যদি ঠাকুর দেখতে যেতেই হয় দুপুরবেলা যান। বিকেল ৫টার পর আপনাদের না যাওয়াই ভাল। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে আসেন। তাঁরা এক একটা প্যান্ডেলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ান। সেখানে ভিআইপি গেট থাকলে সবারই খারাপ লাগে। 

দুর্গাপুজো কমিটিগুলিকে ২৫ হাজার টাকা, বিদ্যুৎ বিলে ২৫% ছাড়, ফের কল্পতরু মমতা

এদিন শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর কর্ণধার তথা দমকল মন্ত্রী সুজিত বসুকে বিশেষ পরামর্শ দেন মমতা। বলেন, 'এমনিতেই তোমার ওখানে প্রচুর ভিড় হয়। তার ওপরে আবার মুম্বই থেকে শিল্পীদের এনে অনুষ্ঠান হয়। এত ভিড়ে মানুষের সমস্যা হয়।' 

তখন মঞ্চে ছিলেন কলকাতার ২ বড় পুজোর ২ কর্ণধার ফিরহাদ হাকিম ও অরুপ বিশ্বাস। তাদের নাম করে তিনি বলেন, 'তোমরাও ভিআইপি গেট আর কোরো না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম।'

এদিনের অনুষ্ঠানে পুজো কমিটিগুলিকে এককালীন ২৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেন মমতা। গত ২ বছর পুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা দিত সরকার। সরকারি খয়রাতি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। 

.