উত্‍পাদন শিল্পে লগ্নি টানতেই চিন সফরকে পাখির চোখ মমতার

রাজ্যে শিল্পায়নে গতি আনতে সিঙ্গাপুর, ব্রিটেন, জার্মানি ঘুরে এসেছেন মুখ্যমন্ত্রী। এ বার যাচ্ছেন চিন। রাশিয়া, পোল্যান্ড থেকে আমন্ত্রণ এলেও চিনকেই বেছে নিয়েছেন মমতা।

Updated By: Apr 12, 2017, 10:31 AM IST
উত্‍পাদন শিল্পে লগ্নি টানতেই চিন সফরকে পাখির চোখ মমতার

ওয়েব ডেস্ক: রাজ্যে শিল্পায়নে গতি আনতে সিঙ্গাপুর, ব্রিটেন, জার্মানি ঘুরে এসেছেন মুখ্যমন্ত্রী। এ বার যাচ্ছেন চিন। রাশিয়া, পোল্যান্ড থেকে আমন্ত্রণ এলেও চিনকেই বেছে নিয়েছেন মমতা।

লগ্নির খোঁজে এবার চিনে মুখ্যমন্ত্রী। জুনের প্রথম সপ্তাহে যাচ্ছেন তিনি। উত্‍পাদন শিল্পে লগ্নি টানতে চিন সফরকে পাখির চোখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিনা কমিউনিস্ট পার্টিও তাঁকে আমন্ত্রণ জানিয়েছে।

সুলভ শ্রমিক, উন্নত প্রযুক্তির দৌলতে সস্তা জিনিসের বাজারে এখন চিনের দখলদারি। উত্‍পাদন শিল্পে দক্ষ চিনকে বাংলায় আনতে চাইছেন মমতা। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ-আমেরিকায় মুক্ত বাণিজ্য নীতি থেকে সরে আসার প্রবণতা তৈরি হওয়ায় এশিয়ার বাজারে আরও বেশি করে ঢুকতে চাইছে চিন। এই সুযোগের কথা মাথায় রেখে চিনা শিল্পপতিদের কাছে বাংলায় লগ্নির আহ্বান জানাতে চলেছেন মুখ্যমন্ত্রী।

বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে চিনের প্রতিনিধিরা এ রাজ্যে লগ্নির প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রীর চিন সফরে এই প্রস্তাব রূপায়ণের কাজে গতি আসতে পারে বলে আশা করছে বণিকমহল। চিনা কমিউনিস্ট পার্টির তরফেও মমতার কাছে আমন্ত্রণ এসেছে। বঙ্গ সিপিএমের কাছে তা মোটেই স্বস্তির নয় বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, মিলেছে গ্রিন ট্রাইবুনালের ছাড়পত্র, কাজ শুরু গজলডোবা মেগা পর্যটন হাবের

.