Malda Murder: জমি বিবাদে বাবাকে খুন মা-মেয়ে-জামাইয়ের? পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হবিবপুরে
প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ পরিতোষ মন্ডল। দেহটি পরিতোষ মন্ডলেরই বলে দাবি করেছে তাঁর পরিবার।
রণজয় সিংহ: নিখোঁজ ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে (Murder) ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার (Malda) হবিবপুর থানার অন্তর্গত ঋষিপুর অঞ্চলের বুড়িতলা এলাকায়। চাতরা বিল থেকে উদ্ধার হয় পচাগলা দেহটি। দেহ উদ্ধার হওয়ার খবর পেয়েই ছুটে আসে হবিবপুর থানার পুলিস। পচাগলা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
পরিবারের তরফে জানা গিয়েছে, প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ ছিলেন এলাকার পরিতোষ মন্ডল। বয়স ৪০ বছর। আজ বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চাতরা বিলে একটি পচগলা দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটি পরিতোষ মন্ডলেরই বলে দাবি মৃতের পরিবারের। যদিও মৃতের স্ত্রী পুলিসের সামনে দেহ সনাক্ত করতে পারেনি। এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী সুমিত্রা মন্ডল, মেয়ে বৃষ্টি মন্ডল ও জামাই সুকুমার মন্ডল মিলে খুন করেছে পরিতোষ মন্ডলকে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের পরই মৃতের প্রকৃত পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত করে বলা যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তবে মৃতদেহের গায়ের পোশাক দেখে, দেহটি পরিতোষ মন্ডলেরই বলে দাবি করেছে তাঁর পরিবার। তাঁর বৌদি বেলি মন্ডল দাবি করেন, নিখোঁজ হওয়ার আগে স্ত্রীর সঙ্গে দেওরের জায়গা-জমি নিয়ে ঝামেলা হয়। তার জেরেই স্ত্রী-মেয়ে-জামাই মিলে খুন করেছে। একই কথা বলেছেন পরিতোষ মন্ডলের ছেলে শুভজিৎ মন্ডলও।
আরও পড়ুন, International Yoga Day: একাসনে একযোগে যোগা বিজেপি বিধায়ক-তৃণমূল কাউন্সিলরের! বেনজির রাজনৈতিক সৌজন্য়