মহানন্দার জলে ভাসছে মালদা

Updated By: Aug 16, 2017, 07:07 PM IST
মহানন্দার জলে ভাসছে মালদা

ওয়েব ডেস্ক: মহানন্দা,কালিন্দী,ফুলহার আর গঙ্গা এই চার নদীর দাপটে তটস্থ হয়ে রয়েছে মালদা। উত্তর ভারত থেকে জল বয়ে আনা গঙ্গা আর পাহাড় থেকে  মালদায় বয়ে যাওয়া অন্য নদীগুলির কিনারা উপচে জল ঢুকছে শহরে। ভাসছে মালদা শহরও। ইংরেজবাজার ও ওল্ড মালদা পুরসভার নীচু ওয়ার্ডগুলি পুরোপুরি জলের তলায়। জলবন্দি সাত হাজার মানুষ। দুর্গতদের কাছে ত্রাণ পৌছে দিতে কোমর বাঁধছে প্রশাসন। 

ঘরের ভিতর কোমর জল। ডুবেছে ঘাট-বিছানা। ফ্রিজ টিভির মতো ইলেট্রনিক্স গ্যাজেট নিয়ে উঁচু জায়গার খোঁজ। ইংরেজবাজার পুরসভার নীচু এলাকার মানুষের এখন এটাই ভবিতব্য। মহানন্দার জলে ডুবেছে ইংরেজবাজারের ৮,৯,১২,১৩ নং ওয়ার্ড। ঘর ছেড়ে আশ্রয়ের খোঁজে হাজার তিনেক পরিবার।

শুধু, ইংরেজ বাজার নয়। মহানন্দার জলে ভাসছে ওল্ড মালদা পুরসভার একাধিক ওয়ার্ড। পুরসভার ১, ৪, ৮,১০, ১২, ১৮ নং ওয়ার্ড পুরোপুরি জলের তলায়। জলবন্দি প্রায় হাজার চারেক মানুষ। সময়ের সঙ্গে আরও ঘোরালো হচ্ছে পরিস্থিতি.. সরকারি হিসেব বলছে, জেলার প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ বন্যা দুর্গত। 

.