বিপদ সীমার উপর দিয়ে বইছে আত্রেয়ী, ভাসছে বালুরঘাট

Updated By: Aug 16, 2017, 06:56 PM IST
বিপদ সীমার উপর দিয়ে বইছে আত্রেয়ী, ভাসছে বালুরঘাট

ওয়েব ডেস্ক: ২৫ বছরের রেকর্ড ভেঙে বিপদ সীমার উপর দিয়ে বইছে আত্রেয়ী। আর তার জেরেই বানভাসি গোটা বালুরঘাট শহর। ঘরবাড়ি, রাজপথ সব জলের তলায়।   জলের সমস্যা  শহর জুড়ে। 

শেষ কবে এভাবে আত্রেয়ীর জল ব্রিজ ছুঁয়ে ফেলে ছিল মনে করতে পারছেন না বালুরঘাটের অনেকেই! শহরে যেদিকে চোখ যাচ্ছে এখন শুধুই জল আর জল। জেলা সদর বালুরঘাটের বড় রাস্তাগুলি  জলের তলায়। জল থই থই রেজিস্ট্রি অফিস। জল থই থই জেলা প্রশাসনিক ভবন। 

জলে ভাসছে চার পাশ। তবে পানীয় জলের তীব্র সঙ্কট শহর জুড়ে। জলের তলায় ডুবে গিয়েছে জলের কল। দূর দূর থেকে জল আনতে  হচ্ছে বাসিন্দাদের। চক ভৃগুতে ব্রিজের ওপর ত্রাণের ত্রিপল পৌছতেই কাড়াকাড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দেন DSP। 

.