মালদহের পুলিস সুপারকে সরাল নির্বাচন কমিশন

তৃতীয় দফার নির্বাচনের আগে আরও একটা পদক্ষেপ নির্বাচন কমিশন। 

Updated By: Apr 20, 2019, 05:47 PM IST
মালদহের পুলিস সুপারকে সরাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন: তৃতীয় দফার ভোটের আগে মালদহের পুলিস সুপারকে সরাল নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে উঠেছিল পক্ষপাতিত্বের অভিযোগ। বিরোধীদের অভিযোগের ভিত্তিতে মালদহের পুলিস সুপারকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে সারদাকাণ্ডে জড়়িত থাকার অভিযোগ রয়েছে।অভিযোগ, রাজীব কুমারের সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন অর্ণব ঘোষ। 

আগামী ২৩ এপ্রিল মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরু হওয়ার ঠিক ৪৮ ঘণ্টা আগে জেলার পুলিস সুপারকে অপসারণ করল নির্বাচন কমিশন। অর্ণব ঘোষের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ করেছিলেন বিরোধীরা। দিন কয়েক আগে মালদহে সভার পর মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ, মালদহের রাস্তায় অনুমতি ছাড়াই ওই মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিরাপত্তা দিয়েছিল রাজ্য পুলিস।   

অর্ণব ঘোষের জায়গায় মালদহের নতুন পুলিস সুপার হলেন অজয় প্রসাদ।

আরও পড়ুন- ফেসবুকে শুভ্রাংশুর ইঙ্গিতপূর্ণ পোস্টে ছড়াল বিজেপিতে যোগদানের জল্পনা

.