সিবিআই-এর ছদ্মবেশে বাসে চড়াও ডাকাতদল, লুঠ হল যাত্রীর সর্বস্ব

নিজস্ব প্রতিবেদন: সিবিআই অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে যাত্রীর সর্বস্ব লুঠ করল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ডানকুনিতে ২ নং জাতীয় সড়কে। এদিন দুষ্কৃতীরা পাটনা কলকাতাগামী একটি বাস থামায় ওই দুষ্কৃতীরা। এরপর নিজেদের পরিচয় গোপন করে বাসে তল্লাসি চালায় তারা। এরপর বাসের এক যাত্রীকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায় তারা। ওই যাত্রী পেশায় ব্যবসায়ী। ডানলপের কাছে ওই ব্যবসায়ী নামিয়ে দিয়ে তার ত্রিশ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতদল।

আরও পড়ুন: মত্ত দশায় নদীর পাড়ে বসে সেলফি! পিছলে পড়ে তলিয়ে গেল স্কুলপড়ুয়া কিশোর

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন ডানকুনি থানা ও চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। শুক্রবার রাতে মাইতিপাড়া এলাকা থেকে মিনিস্ট্রি অফ হোম এ্যাফেয়ার্স বোর্ড লাগানো একটি গাড়ি আটক করে পুলিস। ইতিমধ্যেই শ্যামবাজারের বাসিন্দা প্রতাপ সরকার, বারাসাতের কেরামত আলি ও ভরত পাল-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের কাছ থেকে পনেরো লক্ষ টাকা এবং দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

শনিবার ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হলে তাদের দশ দিনের পুলিস হেপাজতে রাখার নির্দেশ দেয়েছে আদালত।

English Title: 
fake CBI robbery at
News Source: 
Home Title: 

সিবিআই-এর ছদ্মবেশে বাসে চড়াও ডাকাতদল, লুঠ হল যাত্রীর সর্বস্ব

সিবিআই-এর ছদ্মবেশে বাসে চড়াও ডাকাতদল, লুঠ হল যাত্রীর সর্বস্ব
Yes
Is Blog?: 
No
Tags: 
Section: