তৃতীয় দফায় ভোটের বলি ১, ভোটে রাজ্যে প্রথম মৃত্যু মুর্শিদাবাদে: LIVE

উত্তর ও দক্ষিণ মালদহ, বালুরঘাট, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আজ নির্বাচন। ভোটগ্রহণ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। 

Updated By: Apr 23, 2019, 03:59 PM IST
তৃতীয় দফায় ভোটের বলি ১, ভোটে রাজ্যে প্রথম মৃত্যু মুর্শিদাবাদে: LIVE

** বেলা ৩টে পর্যন্ত ভোটের হার: বালুরঘাট ৭২.০২ শতাংশ, মালদা উত্তর ৬৪.৬৬ শতাংশ, মালদহ দক্ষিণ ৬৬.০৪ শতাংশ, জঙ্গিপুর ৬৮.৪১ শতাংশ, মুর্শিদাবাদ ৬৭.৭৫ শতাংশ। মোট ভোট পড়েছে ৬৭.৭৮ শতাংশ।

** ভোটে প্রথম প্রাণহানির ঘটনা ঘটল মুর্শিদাবাদে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মী- সমর্থকদের সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হল এক ভোটারের।

** আক্রান্ত বিজেপি কর্মী। দক্ষিণ দিনাজপুরের তপনে আক্রান্ত বিজেপি কর্মী। বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।

** ‘এই বুথ আমার, পুলিস কেন এসেছে?’ কুমারগঞ্জে পুলিসকে ধমক তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগমের। পুলিসকে ধমক দিয়ে তাঁকে বলতে শোনা যায় ‘এই বুথ আমার, পুলিশ কেন এসেছে?’

**বেলা ১১ টা পর্যন্ত বালুরঘাটে ভোটের হার ৩৭.৩৮ শতাংশ, মালদহ উত্তরে ভোটের হার ৩২.৩৭ শতাংশ, মালদহ দক্ষিণ ৩৪.১৪ শতাংশ, জঙ্গিপুর ৩৬.৭৪শতাংশ, মুর্শিদাবাদ ৩৩.৭৪ শতাংশ। পাঁচ আসনে গড় ভোটের হার ৩৪.৮৭শতাংশ। 

**ভোটারকে কে বুথে নিয়ে যাবে তা নিয়ে কালিয়াচকে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের। কালিয়াচক ৩ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের গোপালনগরের ঘটনা। সংঘর্ষ জখম এক মহিলা-সহ ৩ জন।

**মুর্শিদাবাদের টিকটিকিপাড়া গ্রামে তৃণমূল সমর্থককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। অভিযোগের তির কংগ্রেসের দিকে। 

**বেলা ৯টা পর্যন্ত বালুরঘাটে ভোটের হার ১৭.২৮শতাংশ, মালদহ উত্তরে ভোটের হার ১৬.১১ শতাংশ, মালদহ দক্ষিণ ১৬.২২শতাংশ, জঙ্গিপুর ১৭.৫৪শতাংশ, মুর্শিদাবাদ ১৭.৫৪ শতাংশ। পাঁচ আসনে গড় ভোটের হার ১৬.৯৪ শতাংশ। 

 

**ভোট গ্রহণকে কেন্দ্র করে দু'দলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি এলাকা। ভোট দিতে গেলে লাইন থেকে বের করে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে দাঁ নিয়ে হামলার অভিযোগ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।

**উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের রতুয়ার বাহারালে ৭৯ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হল। বিজেপি, কংগ্রেসের অভিযোগ ছাপ্পা ভোটে সাহায্য করছিলেন এই অফিসার ।

** মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গুলি চলার অভিযোগ। এজেন্টদের ভয় দেখানোর জন্য শূন্যে গুলি চালানোর অভিযোগ। কংগ্রেস ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যদিও গুলি চালানোর ঘটনা স্বীকার করেনি পুলিস।

**ভোট দিলেন আবু হাসেম খান চৌধুরী।

** ভোট দিতে যাওয়ার আগে মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম শ্রদ্ধা জানালেন  গনিখানের সমাধিতে।

** আহত তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারির অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে তাঁকে।

**ডোমকলের ২২ নং বুথে গেছেন SDPO।  তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর 'হামলা'র ঘটনায় জেলাপ্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।

**গঙ্গারামপুরে দুটি বুথে 'বহিরাগতদের দাপাদাপি'। ৬১ ও ৬২ নম্বর বুথে বিজেপি এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ। বিরোধী এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। অন্যদিকে, ৫৪ নম্বর বুথে বাহিনীর সামনেই বিজেপিকে এজেন্টকে মারধরের অভিযোগ।  

** মুর্শিদাবাদের ডোমকলে কাউন্সিলরের স্বামীকে লক্ষ্য করে বোমা। ভোটগ্রহণ শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই অশান্তি ডোমকলে। বুথের ৩০০ মিটারের মধ্যেই ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারিকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ।  মারধর করা হয় তৃণমূল কাউন্সিলরকেও। তৃণমূল কর্মীদের বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ।  গুরুতর জখম অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি। সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। 

শুরু হল তৃতীয় দফার ভোটগ্রহণ। 

  রাজ্যে তৃতীয় দফা নির্বাচনে আজ পাঁচ আসনে ভোট।

উত্তর ও দক্ষিণ মালদহ, বালুরঘাট, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আজ নির্বাচন।
গত লোকসভা নির্বাচনে বালুরঘাটে জয়ী হয়েছিল তৃণমূল।

 

বাকি চার আসনে জয় পায় বিরোধীরা। এবার চার আসনে চতুর্মুখী লড়াই।

তবে এই লড়াইয়ের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি। 
তৃতীয় দফা নির্বাচনে রাজ্যে মোতায়েন ৩২৪ কোম্পানি আধা সেনা।

গড়ে ৯২ শতাংশ বুথে আধা সেনা রয়েছে।

নদিয়ায় ১০ কোম্পানি আধা সেনা, মুর্শিদাবাদে ১৪০ কোম্পানি, মালদহে ১০৬ কোম্পানি আধা সেনা রয়েছে।
এদিকে, উত্তর দিনাজপুরে ৮ কোম্পানি ও দক্ষিণ দিনাজপুরে ৫০ কোম্পানি আধা সেনা মোতায়েন। 

.