WB Assembly Elections 2021 LIVE: নন্দীগ্রামে প্রার্থী পরে ঠিক করব: Biman

Last Updated: Friday, March 5, 2021 - 22:02
WB Assembly Elections 2021 LIVE: নন্দীগ্রামে প্রার্থী পরে ঠিক করব: Biman

5 March 2021, 16:30 PM

বিমান বসু বললেন,'নন্দীগ্রাম আমরা ফাঁকা রেখেছি। পরে ঠিক করব। নন্দীগ্রাম এখন হেভিওয়েট কেন্দ্র হয়েছে।' 

5 March 2021, 16:30 PM

সংযুক্ত মোর্চার প্রার্থীতালিকা

পটাশপুর- সৈকত গিরি (সিপিআই)
কাঁথি উত্তর- শান্তনু মাইতি (সিপিএম)
ভগবানপুর- কংগ্রেস
খেজুরি- হিংমাংশু দাস (সিপিএম)
কাঁথি দক্ষিণ- অনুরূপ পণ্ডা (সিপিআই)
রামনগর- সব্যসাচী জানা (সিপিএম)
এগরায় সিদ্ধান্ত হয়নি।
দাঁতন- শিশির পাত্র (সিপিআই)
নয়াগ্রাম- হরিপদ সোরেন (সিপিএম)
গোপীবল্লভপুর- প্রশান্ত দাস (সিপিএম)
ঝাড়গ্রাম- মধুজা সেনরায় (সিপিএম)
কেশিয়ারি- পুলিনবিহারী বাস্কে (সিপিএম)
গড়বেতা- তপন ঘোষ (সিপিএম)
শালবনি- সুশান্ত ঘোষ (সিপিএম)
মেদিনীপুর- তরুণকুমার ঘোষ (সিপিআই)
বিনপুর- দিবাকর হাঁসদা (সিপিএম)
বান্দোয়ান- সুশান্ত বেশরা (সিপিএম)
বলরামপুর- কংগ্রেস
বাঘমুন্ডি- কংগ্রেস
জয়পুর- ধীরেন মাহাতো (ফব)
পুরুলিয়া- কংগ্রেস
মানবাজার- যামিনীকান্ত মণ্ডি (সিপিএম)
পারা- স্বপন বাউড়ি (সিপিএম)
রঘুনাথপুর- আইএসএফ
শালতোড়া- আইএসএফ
ছাতনা- ফাল্গুনী মুখোপাধ্যায় (আরএসপি)
রানিবাঁধ- দেবলীনা হেমব্রম (সিপিএম)
রাইপুর- আইএসএফ

গোসাবা- অনিলচন্দ্র মণ্ডল (আরএসপি)
পাথরপ্রতিমা- কংগ্রেস
তমলুক- গৌতম পণ্ডা (সিপিআই)
পাঁশকুড়া পূর্ব-শেখ ইব্রাহিম আলি (সিপিএম)
পাঁশকুড়া পশ্চিম- চিত্ত দাসঠাকুর (সিপিআই)
ময়না- কংগ্রেস
মহিষাদল- আইএসএফ
হলদিয়া: মণিকাকর ভৌমিক (সিপিএম)
নন্দীগ্রাম- সিদ্ধান্ত হয়নি।
চণ্ডীপুর: আশিস গুছাইত (সিপিএম)
খড়্গপুর - কংগ্রেস
নারায়ণগড়: তাপস সিনহা (সিপিএম)
সবং- কংগ্রেস
ডেবরা- প্রাণকৃষ্ণ মণ্ডল (সিপিএম)
চন্দ্রকোণা- আইএসএফ
কেশপুর- রামেশ্বর দোলুই (সিপিএম)
ঘাটাল- কমল দোলুই (সিপিএম)
ওন্দা- তারাপদ চক্রবর্তী (ফব)
কোতুলপুর- কংগ্রেস
ইন্দাস- নয়ন শীল (সিপিএম)
বাঁকুড়া- কংগ্রেস
বড়জোড়া- সুজিত চক্রবর্তী (সিপিএম)
বিষ্ণুপুর- কংগ্রেস
সোনামুখী- অজিত রায় (সিপিএম)
কাকদ্বীপ- কংগ্রেস
সাগর- শেখ মুকুলেশ্বর রহমান (সিপিএম)
তমলুক- গৌতম পণ্ডা (সিপিআই)
নন্দকুমার: করুণা শংকর ভৌমিক (সিপিএম)

5 March 2021, 14:30 PM

TMC candidate list:

শিলিগুড়িতে সিলিন্ডার ব়্যালি

৮ তারিখে মহিলা ব়্যালি

১০ তারিখ হলদিয়ায় নমিনেশন ফাইল

১৩ থেকে প্রচার অভিযান

5 March 2021, 14:15 PM

 Trinmool Congress candidates List: জেনে নিন কে কোথায় লড়বেন

আমি নন্দীগ্রাম থেকেই লড়ছি: মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২৯১টি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। 'বাকি তিনটি আসনে বন্ধুরা লড়বে। যারা জিতবে তারা তৃণমূলের হয়ে কাজ করবে।'

ভবানীপুরে লড়বেন শোভন দেব চট্টোপাধ্যায়। 

ব্যারাকপুরে রাজ চক্রবর্তী। 

তালিকায় ৫০ জন মহিলা প্রার্থী। 

দেবাশিস কুমার লড়বেন রাসবিহারী থেকে। 

মণীষ গুপ্ত, অমিত মিত্র ভোটে দাঁড়াচ্ছেন না।

ডোমজুরে কল্যাণ ঘোষ। 

দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য। 

বেলগাছিয়ায় অতীন ঘোষ। 

বাঁকুড়ায় সায়ন্তিকা ব্যানার্জি। 

সিঙ্গুরে বেচারাম মান্না।

ডেবরায় হুমায়ুন কবীর।

কামারহাটিতে মদন মিত্র।

কৌশানি কৃষ্ণনগর উত্তর।

শিলিগুড়িতে ওম প্রকাশ মিশ্র।

সায়নী ঘোষ আসানসোল দক্ষিণ।

শিবপুরে মনোজ তিওয়ারি।

যাদবপুর দেবব্রত মজুমদার।

ঝাড়গ্রামে বীরবাহা হাঁসদা।

ঝাড়গ্রামে বীরবাহা সোরেন।

চণ্ডীপুরে সোহম চক্রবর্তী।

উলুবেড়িয়ায় বিদেশ বসু।

দিনহাটা উদয়ন গুহ।

ফালাকাটা সুভাষ রায়।

ধূপগুড়িতে মিতালি রায়।

নাগরাকাটা জোশেপ মুণ্ডা।

মেদিনীপুরে জুন মালিয়া।

কালিয়াগঞ্জ তপন দেব সিনহা।

বালুরঘাট শেখর দাশগুপ্ত।

হাবিবপুর সরলা মণ্ডল।

জঙ্গীপুরে জাকির হোসেন।

হরিরামপুরে বিপ্লব মিত্র।

চিরঞ্জিৎ বারাসত।

ফাঁসিদেওয়া ছোটন কিস্কু।

হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক।

বরাহনগরে তাপস রায়।

কাকদ্বীপে মন্টুরাম পাখিরা।

ভাঙড়ে রেজাউল করিম।

ক্যানিং পূর্ব সাওকত মোল্লা। 

পুরুলিয়া সুজয় বন্দ্যোপাধ্যায়।

আরামবাগে সুজাতা মণ্ডল খাঁ।

ডাবগ্রাম ফুলবাড়িতে গৌতম দেব।

বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়। 

কলকাতা পোর্ট ফিরহাদ হাকিম।

হাওড়া মধ্য অরূপ রায়।

হাওড়া উত্তরে গৌতম চৌধুরী।

গরবেতা উত্তরা সিং হাজরা।

চন্দননগরে ইন্দ্রনীল সেন। 

টালিগঞ্জে অরূপ বিশ্বাস। 

পিংলা অজিত মাইতি।

রামনগর অখিল গিরি।

কেশপুর শিউলি সাহা।

রত্না দে নাগ পাণ্ডুয়া। 

কোচবিহারে প্রার্থী উত্তর বিনয় বর্মন।

দিনহাটায় উদয়ন ঘোষ।

রানীগঞ্জ তাপস বন্দ্যোপাধ্যায়।

5 March 2021, 14:00 PM

WB Assembly Election 2021 Candidate List: আর কিছুক্ষণেই তালিকা ঘোষণা

তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলা, তফশিলি, তারুণ্যে জোর। পঞ্চাশের বেশি মহিলাকে প্রার্থী করা হচ্ছে। তফশিলি জাতির আটষট্টিজন, উপজাতির ষোল। পঞ্চাশের কম বয়সী প্রায় একশোজনের নাম তালিকায়।   

5 March 2021, 13:45 PM

Election in west Bengal : প্রশাসনিক চাপে ঋতব্রতর নাটক বন্ধের অভিযোগ

নাট্যকর্মী ঋতব্রত মুখোপাধ্যায় পরিচালিত এবং অভিনীত নাটক বন্ধ করিয়ে দেওয়ার অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন তরুণ অভিনেতা নিজে।

5 March 2021, 12:45 PM

Election in Bengal 2021: ভোটের মুখে ফের বেসুরো শতাব্দী রায়

এ দিন তারাপীঠে (Tarapith) পুজো দিয়ে তৃণমূল (Trinamool) সাংসদ বলেন, 'দল থেকে যাঁরা বেরিয়ে গিয়েছেন, তাঁরা সম্মান পাননি। নেতা ও দল উভয়েরই পরস্পরের প্রতি সম্মান দেখানো উচিত। ছোট ছোট বিষয়ে দলের খেয়ার রাখা উচিত। দলের দায়িত্ব সমস্যার সমাধান করা।' তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার মুখে শতাব্দী রায়েক এই মন্তব্যে ফের জল্পনা রাজনৈতিক মহলে। 

5 March 2021, 11:30 AM

WB Assembly Elections 2021: জনতার দরবারে আজই সম্ভবত চলে আসছে শাসক-বিরোধী সব দলেরই প্রার্থী তালিকা। হয়ত এই প্রথমবার, একই দিনে! তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে, রাজ্যে ২৯৪ আসনেই আজ প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। কোমর কষে ময়দানে বিজেপিও। ময়দানে আছে বাম-কংগ্রেস-ISFও। তাদের জোট নিয়ে কিছু জটিলতা থাকলেও, সহমতের ভিত্তিতে আপাতত বেশকিছু আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হতে পারে আজই।